প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা,
লিখেছেন লিখেছেন নিলা পাথর ১৫ জানুয়ারি, ২০১৩, ০৭:০৩:৫৭ সন্ধ্যা
শেখ হাসিনা আপনি কি কখনও কারো স্ত্রী,বোন,কন্যা বা মা ছিলেন? আমার সন্দেহ হয়,কারন একজন নারী শাসন ক্ষমতায় থাকা অবস্হায় কি করে এতজন নিরপরাধ নারী কারাগারে বন্দী থাকতে পারে।আমি একজন সাধারন নারী হিসেবে যতটুকু বুঝি এটা সম্পূর্ন মানবতাবিরো্ধী।সৃস্টির সেরাজীব হিসেবে আল্লাহ্ মানুষকে যে মর্যাদা দিয়েছেন আপনাদের মত কিছু মানুষ সে মর্যাদাকে কলুষিত করছে।তাদের অপরাধ এই যে তারা আল্লাহ্র দেয়া হুকুম কুরআন হাদীসের জ্ঞান অর্জনে এবং একামতেদ্বীনের দায়িত্বে নিয়োজিত ছিল।আল্লাহ্র দেয়া ফরজ হুকুম পালন করতে গিয়েই আজ তারা কারাবন্দী।আমি হতবাক হয়ে যাই,আপনি আসলে মুসলিম কিনা,কারন আপনি যে সব আচরন করে যাচ্ছেন তা সম্পূর্ন ইসলাম বিরোধী।আপনি আপনার মৃত পিতার কবরে/ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এটা কতবড় বিদআত আর গুনাহ্ যা শিরর্কের সমতুল্য।যার নূন্যতম ইসলামী জ্ঞান আছে সেও জানে।আমি হলপ করে বলতে পারি,
আপনার এসব আচরনে আপনার মৃত বাপের আত্মা ক্রণ্দন করে বলছে,হায় মাবুদ সণ্তান যদি নেক্কার হয় পিতামাতার মৃত্যুর পর সে স্দকায়ে জারিয়াহ্ হয়।একি কুসণ্তান দুনিয়ার বুকে রেখে এলাম যার কারনে প্রতিনিয়ত কবরে আজাব ভোগ করছি।আমি হাসিনাকে বলতে চাই আল্লাহ্র গজব এক ভয়ংকর জিনিস যা রোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নেই যতবড় ক্ষমতাশালীই হোক না কেন।ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে যে নিরপরাধ মানুষগু্লোর উপর বর্বর নির্যাতন চালাচ্ছেন আল্লাহ্ এই নির্যাতন কোটি কোটি গুন বাড়িয়ে আপনাদের মত শাসকদের পতন ঘটাবেন ইনশাল্লাহ্। যুগে যুগে স্বৈরশাসকদের ভয়াবহ এবং নির্মম মৃত্যই তার প্রমাণ।আবু সাঈদ খুদরী( রাঃ)থেকে বর্নিত তিনি বলেন,রাসুলে পাক( সাঃ) বলেছেন,স্বৈরাচারী জালেম শাসকের সামনে সত্যকথা বলা সর্বোত্তম জিহাদ।আসুন আমরা সবাই সর্বোত্তম জিহাদে শামিল হই।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন