''আব্দুল কাদের মোল্লা ভাই,,
লিখেছেন লিখেছেন নিলা পাথর ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৫:২৩:৫৩ সকাল
শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই,
এই ভূবনে তোমার কোন জুড়ি নাই।
অবাক পৃথিবী বিস্ময়ে তাকিয়ে রয়,
তোমার জানাজায় কোটি মুসলিম সমবেত হয়।
আল্লাহ্ তোমার নেক বাসনা করেছে পূর্ণ
মুমিন হিসেবে তুমি বড়ই অনন্য।
প্রাণ ভিক্ষা চাওনি তুমি জালিমদের কাছে,
বিশাল পুরস্কার তোমার জন্য দয়াময় আল্লাহ্র কাছে।
যে তোমায় এ অমূল্য জীবন করেছে দান,
শাহাদাতের উচ্চ মর্যাদার আসন আল্লাহ্ কর দান।
কেঁদে কেঁদে করছে দোয়া কোটি মুসলিমের প্রাণ,
এ জালিম সরকারের পতন হবেই।
তোমাদের মত বীর মুজাহীদের ত্যাগের বিনিময়ে।
শত শহীদের রক্ত কখনো বৃথা যাবে না,
ইসলামের বিজয় পতাকা উদিত হবে ইনশাল্লাহ্,
শত কোটি মজলুম ,মুমিনের অন্তরের প্রার্থনা।
বিষয়: বিবিধ
১৮৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন