দাইউস কখনো জান্নাতে প্রবেশ করবে না।
লিখেছেন লিখেছেন নিলা পাথর ০৪ নভেম্বর, ২০১৩, ০৭:০৭:১৫ সন্ধ্যা
আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে কে এই দাইউস?
রাসুলে পাক (স বলেছেন,জান্নাতের দরজায় লিখা আছে,দাইউস কখনো জান্নাতে প্রবেশ করবেনা।''সাহাবীরা ভীত হয়ে বললেন,ইয়া রাসুলাল্লাহ দাইউস কে? রাসুল (সবললেন,দাইউস ঐ ব্যক্তি,যে তার বউ ও মেয়েকে পর্দায় রাখে না।''একজন নারীর বেপর্দার কারণে তার বাবা ওস্বামী কোন দিন জান্নাতে প্রবেশ করবে না।অথচ এ দুজন মানুষ কত প্রিয় আর ভালবাসার একজন নারীর কাছে।তারা যত ভালো ভালো কাজই করুক না কেন-তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। কাজেই বোনেরা, আপনাদের প্রিয় আব্বা আর প্রিয় জীবন সাথীকে জাহান্নামের ভয়া্বহ আগুন থেকেবাঁচাবার জন্য আজ থেকেই পর্দা করার চেষ্টা করুন।
আল্লাহ্ আমাদের সবাইকে কুরআন-হাদীসের তরীকা অনুযায়ী চলার তওফীক দান করুন। আমীন।
বিষয়: বিবিধ
২৬৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন