ষড়ঋতু

লিখেছেন লিখেছেন নিলা পাথর ০৩ নভেম্বর, ২০১৩, ১০:০২:৩২ রাত

সোনার বাংলা ছয়টি ঋতুর দেশ,

ছটি অংগে ছয়টি রূপের বেশ।

গ্রীষ্মের রোদ্রের প্রখরতা,

সমস্ত প্রকৃতিতে রূঢ় রুক্ষতা।

বর্ষার রিমঝিম বৃষ্টির ধারা,

স্নেহের পরশে ভিজিয়ে দেয় ধরা,

কদমের ঘ্রাণ প্রান মাতাল করা।

শরৎ এর মেঘমুক্ত নীল আকাশ,

ধূলিহীন সতেজ বাতাস

নদীর ধারের শুভ্র নরম কাশ,

ধূলিহীন সতেজ বাতাস

হেমন্তে পাকা ফসলের ঘ্রাণ,

জুড়িয়ে দেয় কৃষাণ কৃষাণীর প্রান।

শীতের ধূয়াটে কুয়াষার চাদর,

প্রকৃতিতে পড়ায় কাফনের কাপড়।

বসণ্তে ফুলে ফুলে সাজে বাসন্তী কুমারী,

যেন অপরূপ ফুলেল সাজে,সেজেছে ধরণী।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File