"জ্বোনাকী,,
লিখেছেন লিখেছেন নিলা পাথর ২৮ জানুয়ারি, ২০১৩, ০৮:০৪:০৯ রাত
এ ঘন আধিয়ারে বনে ঝি ঝি ডাকে,
পথিক চলেছে সরু পথের বাঁকে।
জ্বোনাকীরা উড়ে যায়,
এলোমেলো পথের বায়।
দলে দলে উড়ে চলে,
মিটিমিটি আলো জ্বেলে,
পথগুলো পিছু ফেলে।
সন্ধানী চোখ মেলে,
কি যেন খুজে বেড়ায়
আকাবাঁকা পথের বায়।
ধবল হংসের পাল,
নীড়ে ফিরে সূর্য যখন হয় লাল।
দূরে কোথাও বন্য শেয়াল ডাকে,
সন্ধ্যারানী প্রকৃতিতে রাতের চিহ্ন আকেঁ।
বিষয়: সাহিত্য
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন