নির্যাতন রোধে নির্বাচন
লিখেছেন লিখেছেন মোনূর ০৬ জানুয়ারি, ২০১৩, ০৭:২৬:২২ সন্ধ্যা
নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন আইনের সঠিক প্রয়োগ করার সাথে সাথে আমাদের সবার আরো সচতেন হওয়া উচতি। অভিবাভক তাদের ছেলেমেয়েদের শালিনতা শিক্ষা দিতে হবে। স্বাধীনতার ও একটি পরিগন্ডি থাকা উচিত। সিংহ ভাগ খুন নির্যাতন বন্ধু বা বান্ধবীর সহোযোগীতার মাধ্যমে হয়। কথায় আছে যদি কারো বড় ক্ষতি করতে চাও তহলে আগে বন্ধু হও। কারন কাছে না এসে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না,আর বন্ধু ব্যতীত কেহ কাছে আসতে পারে না। তাই বন্ধু নির্বাচনে সচেতন হও। বন্ধুরা আমাদের এমন দুজন বন্ধু আছে যার দ্বারা ক্ষতির ঘটনা বিরল, বলতে পার এরা কারা? এরা হল বাবা এবং মা। এরা সর্বক্ষেত্রে আমাদের ভাল চায় সন্তানের মঙ্গল চায়। সব ভাল মন্দ একমাত্র বন্ধুর সাথে শেয়ার করা যায়। আর যার সাথে সব কথা শেয়ার করবে তাকে হতে হবে একজন ভাল বন্ধু। আর ভাল বন্ধু সেই যিনি তোমার সর্বদা মঙ্গল চায় তোমার দু:খে দু:খি তোমার সুখে সুখি তোমার সুখের জন্য হাঁসি মুখে জীবন কে বিলিয়ে দিবে,যাদের বিশ্বাষ করা যায়।এরা সত্য আমাদের আপন। আর আপন ব্যাক্তির আদেশ নিষেধ সর্বদা আমাদের মেনে চলা উচিত। আমরা কখন কোথায় যাই তাদেরকে জানিয়ে অনুমতি নিয়ে যাওয়া উচিত। আর সকল ভাল কথা এবং কাজ এেদের শেয়র করা যায় যেগুলো এদের বলা যায়না তা সব এরিয়ে চল দেখবে জীবনে কোন ক্ষতির সম্মুখীন হবে না। আর নির্যতনকারীকে এমন শাস্তি দেয়া উচিত যা দেখে আর কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন