ছন্দে ছন্দে আল কুরআন -১১

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ৩০ মার্চ, ২০১৩, ১২:৫৪:৪৩ দুপুর

প্রভাতের রব

**************

দয়াময় প্রভু, আশ্রয় চাই

তুমিই প্রভাতের রব,

তব সৃষ্টির অনিষ্ট থেকে

আগের ও পরের সব।

.

রাতের আঁধারে ছেয়ে যায়

যবে সমস্ত চরাচর,

( আশ্রয় দিয়ে নির্ভয় রাখো,

ধরে রাখো দুই কর।)

.

জাদুকর বা হিংসুক থেকে

চাই মোরা আশ্রয় ,

( তাদের সকল কূমন্ত্রণা

হয় যেন প্রভু ক্ষয়।

.

[সূরা আল ফালাক্ব]

.

.

বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই।

পরম করুণাময় মেহেরবান আল্লাহ্‌র নামে শুরু করছি।


সূরার অর্থঃ

১.) বলো, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের,

২.) এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন।

৩.) এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে, যখন তা ছেয়ে যায়।

৪.) আর গিরায় ফুঁৎকারদানকারীদের (বা কারিনীদের) অনিষ্টকারিতা থেকে।

৫.) এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে, যখন সে হিংসা করে।


[সূরা আল ফালাক্ব]

সূরা আত তীন এখানে

বিষয়: বিবিধ

১৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File