বাজার কাব্য
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৭ আগস্ট, ২০১৫, ১২:৫৬:২২ দুপুর
পিঁয়াজ কেন এত ঝাঁজের?
মরিচ কেন ঝাল?
সবজি আর ডিমেও হায়
ক্রেতারা নাকাল!
.
উর্ধ্ব গতি দ্রব্য মূল্যের
যেন পাগলা ঘোড়া,
লাগাম টানার কেউ নেই?
মোদের কপাল পোড়া।
.
'স্বল্পমূল্য' কাজির গরু
আছে কিতাব জুড়ে,
তার দেখা কি কেউ পায়?
বাজার খানা ঘুরে?
.
মধ্যম আয়ের এই সময়ে
কেমন আছে সবাই?
চারিদিকে হাহাকার আর
কান্না শুনি সদাই।
বিষয়: বিবিধ
২০০৯ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত সাহস উনার !!আপনার কাছে জিনিসপত্রে দাম নিয়ে কথা বলে !!!
আর কোন জিনিসের দাম নিয়ে কথা বলে না ?
আর এখানে সাহসের কি আছে?
এটাতো খুবই স্বভাবিক! বাজার থেকে এসে জিনিসের দাম বলবে না?
সব কিছুর দাম নিয়েই বলে। আপনি এত অবাক হচ্ছেন কেন?
মেয়েদের ঝাঁজ যত,
ছেলেদের তারা ঝাঁজ দেখাবে
না হয় যদি মন মত।
মরিচ কেন ঝাল?
সবজি, ডিমে, মাছেও ভাই
ক্রেতারা নাকাল!
.
দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি
যেন পাগলা ঘোড়া,
লাগাম টানার কেউ যে নাই?
মোদের কপাল পোড়া!
.
'স্বল্পমূল্য' কাজির গরু
কিতাবে আছে লেখা,
হাট-বাজার ঘুরেও সেটা
কেউ কি পেয়েছে দেখা?
.
মধ্যম আয়ের এই সময়ে
কেমন আছে সবাই?
চারিদিকে হাহাকার আর
কান্না শুনি সদাই!
এক্সিলেন্ট কবিতা, আপনার হাতের যশ আছে, চালিয়ে যান এবং অব্যাহত লিখতে থাকুন। ছোটকালে আমার আবৃতির অভ্যাস ছিল। আপনার কবিতাটি আবৃতি করতে গিয়ে ধারণা হল কবিতাটি এভাবে হলে আবৃতিতে সুবিধা হত। আপনাকে অনেক ধন্যবাদ
ঝাল পেঁয়াজ কি ছার?
ইচ্ছা হলেই লাফিয়ে বলে,
আমি এখন কার?
তারও অনেক স্বপ্ন আছে,
আছে চেতন মালা,
উত্তমের সে পাবে পরশ,
মধ্যমের বাড়ে জ্বালা।
স্বাধীন দেশে গোলাম মোরা
কপাল হল এই!
সত্যিকারের স্বাধীনতার
সুখ যে হেথা নেই
পুড়ায় শুধু দামে,
পেয়াজ খাইবার মনই চায়না-
আনি শুধু কামে,
শবজি বাজার ঘুরা ঘুরি-
আল নিয়ে বাড়ী ফিরি,
ডিম বাজারে দর কষাকষি-
ঘোড়ার ডিম ফ্রি,
মাছের বাজার ফরটি নাইন-
গোশতের বাজার চরা,
বাজার শেষে ঘরে এসে-
গিন্নর কাছে ধরা,
বাচ্চার কাচ্চার আবদার মিটাবো-
বাবা আদমরা,
রিক্সসাওয়ালার ভাড়া বেশি-
তেলের দাম বাড়া,
সব বাজারেই একদাম মেজাজ থাকে চড়া,
বুঝছেন আপু সব যায়গাতেই হালা পাবলিকেই ধরা...প্রিয় আপুনি আফরা...
পুড়ায় শুধু দামে,
পেয়াজ খাইবার মনই চায়না-
আনি শুধু কামে,
শবজি বাজার ঘুরা ঘুরি-
আল নিয়ে বাড়ী ফিরি,
ডিম বাজারে দর কষাকষি-
ঘোড়ার ডিম ফ্রি,
মাছের বাজার ফরটি নাইন-
গোশতের বাজার চরা,
বাজার শেষে ঘরে এসে-
গিন্নর কাছে ধরা,
বাচ্চার কাচ্চার আবদার মিটাবো-
বাবা আদমরা,
রিক্সসাওয়ালার ভাড়া বেশি-
তেলের দাম বাড়া,
সব বাজারেই একদাম মেজাজ থাকে চড়া,
বুঝছেন আপু সব যায়গাতেই হালা পাবলিকেই ধরা।.....ফতিমা মরিয়াম আমার প্রিয় লেখিকাদের একজন... অনেক ধন্যবাদ।
- অনেক ধন্যবাদ
এছাড়া আর উপায় দেখছিনা !!
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
যেন পাগলা ঘোড়া,
লাগাম টানার কেউ যে নাই?
মোদের কপাল পোড়া
চমৎকার, এ নিয়ে অমত কার ?
অনেক দেরীতে জবাব দেয়ার জন্য আমি আন্তরীকভাবে দুঃখ প্রকাশ করছি।
পড়ার জন্য ধন্যবাদ কবিভাই।
মন্তব্য করতে লগইন করুন