ছন্দে ছন্দে আল কুরআন-২
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১১ জানুয়ারি, ২০১৩, ১০:৩৬:৪০ সকাল
উজ্জ্বল দিনের কসম
******************************
.
কসম উজ্জ্বল দিনের
আঁধার রাতের কসম,
ত্যাগ করেননি প্রভূ তোমায়
সন্তুষ্টিও নয় একটুও কম।
.
অনাগত দিন নিঃশ্চয়ই হবে
আগের চাইতে ভালো,
প্রতিদান পাবে অনেক বেশি
ঘুঁচবে আঁধার কালো।
.
ইয়াতিমরুপে পেয়ে তোমায়
শরণ কি দেননি তিনি?
পথহারা থেকে সঠিক পথে
নিয়ে এলেন যিনি।
.
ছিলে তুমি নিঃস্ব
আরো ছিলে তুমি দীন,
(অবসান হলো সকল কষ্ট
দুঃখ হয়েছে বিলীন।)
.
ইয়াতিমের প্রতি কখনই
তুমি কঠোর হয়ো না,
সাহায্য প্রার্থীকে কখনই
তিরস্কার করো না।
.
(বঞ্ছিত যারা তাদের প্রতি
দয়ালু, কোমল হও, )
শোকরগুজার বান্দাহ্ হতে
সদা তৎপর রও ।
.
.
[ সুরা আদ্দুহা ]
.
.
বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
পরম করুণাময় মেহেরবান আল্লাহ্র নামে শুরু করছি ।
.
১.) উজ্জ্বল দিনের কসম।
২.) এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়।
৩.) (হে নবী!) তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি।
৪.) নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো।
৫.) আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে।
৬.) তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি? তারপর তোমাকে আশ্রয় দেননি?
৭.) তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনিই পথ দেখান।
৮.) তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন।
৯.) কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না।
১০.) প্রার্থীকে তিরস্কার করো না।
১১.) আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো।
.
.
সুরা আত তাকাসুর এখানে
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন