আলোকের ঝর্ণাধারা-৩
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৭ জুন, ২০১৫, ০৬:১৭:২৫ সন্ধ্যা
(সাত)
যে ব্যক্তি রামাদ্বান মাসে পূর্ণ ঈমান সহকারে,
সাওয়াবের আশায় রোযা পালন করে।
করেছে সে যত পাপ,
পেয়ে যাবে সব মাফ।
আগের সব গুনাহ দেয়া হবে ক্ষমা করে।
[বুখারি মুসলিম ]
(আট)
যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় একটি রোযা রাখে,
এই একটি দিনের বিনীময় দেন আল্লাহ্পাক তাকে।
এই দিনের পুরস্কার,
দিবেন আল্লাহ্ তার।
সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন জাহান্নামের আগুনকে।
[বুখারি মুসলিম ]
(নয়)
কেউ যদি ঈমান ও আত্ম-সমালোচনার সাথে,
রামাদান মাসের সবগুলো রোযা রাখে।
আল্লাহপাক
করবেন মাফ
পূর্ব জীবনের সমস্ত গুনাহ রাশি থেকে।
[বুখারী ও মুসলিম]
(দশ)
কোন ব্যক্তি যদি এই রামাদান মাসে,
অধীনস্থদের উপর থেকে কাজ কমায় সাওয়াবের আশে।
নিশ্চয়ই আল্লাহপাক,
তাকে দেবেন সাওয়াব।
জাহান্নামের আযাব থেকে নিস্তার পাবে সে।
[বায়হাক্বী]
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাইনাস
আল্লাহর রাস্তাতে,
সত্তর বছরের রাস্তা দূরে থাকো,
জাহান্নামের আগুন থেকে।
[মুত্তাফাকুন আলাইহ]
এক বছরে,
এক রমজান থেকে অপর রমজান,
মাফ পাবে যে।
[মুত্তাফাকুন আলাইহ]
তরা করে ইফতারি,
এরখম করে যে,
সুন্নাহ পালন করে সে।
[বুখার]
******
ফাতিমা মারিয়াম লিখেছেন : আচ্ছা।
********************
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার দুয়াও সমান গতিতে চলতে থাকুক ভাই (এখানে বোন পড়তে হবে )
[কপিপেস্ট মন্তব্যকে না বলুন ]
এখন হতে শুধু দোয়া করবো।
জাযাক্কালাহ খায়েরান
সংগ্রহ করে রাখি।
কেমন আছেন আপু?
মন্তব্য করতে লগইন করুন