আলোকের ঝর্ণাধারা-২
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৫ জুন, ২০১৫, ১১:২৭:৪৪ সকাল
(৩)
জান্নাতে দরজা আছে আটটি,
রাইয়ান হল এর মধ্যে একটি।
একমাত্র রোজাদার
অন্য কেউ নয় আর
প্রবেশ করবে দিয়ে এই দরজাটি।
[বুখারী ও মুসলিম]
(৪)
রমযান মাসে পাও যদি কোন রোজাদার,
তৃপ্তি সহকারে তাকে করাও পানাহার।
পান করাবেন আল্লাহ্ তোমাকে
হাউজে কাউসার থেকে।
জান্নাতে প্রবেশ পর্যন্ত তুমি তৃষ্ণার্ত হবেনা আর।
[বায়হাক্বী]
(৫)
যখন আসে রমযান মাস একটি বছর পরে,
জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয় রহমতের তরে।
জাহান্নামের দরজাগুলি,
বন্ধ হয় সবগুলি।
আর শয়তানকে রাখা হয় শিকল বন্দি করে।
[বুখারি মুসলিম ]
(৬)
যখন তোমাদের কেউ রোযা পালন করে,
অশ্লীল কথা কিংবা ঝগড়া যেন না করে।
যদি কেউ তার প্রতি
দেয় গালি বা করে ঝগড়া ঝাটি।
'আমি রোজাদার' বলে যায় যেন সে সরে।
[বুখারি মুসলিম ]
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ
একদিন সিয়াম করো,
আল্লাহর রাস্তাতে,
সত্তর বছরের রাস্তা দূরে থাকো,
জাহান্নামের আগুন থেকে।
[মুত্তাফাকুন আলাইহ]
জদি না করো কবিরা গোনাহ,
এক বছরে,
এক রমজান থেকে অপর রমজান,
মাফ পাবে যে।
[মুত্তাফাকুন আলাইহ]
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,
«الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ»
“পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমু‘আ থেকে আরেক জুমু‘আ পর্যন্ত এবং এক রমযান থেকে অপর রমযান পর্যন্ত এসব তাদের মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যাবে, যদি সে কবীরা গুনাহ থেকে বিরত থাকে।”
সহীহ মুসলিম, হাদীস নং ২৩৩।
দেরি করে সাহরী,
তরা করে ইফতারি,
এরখম করে যে,
সুন্নাহ পালন করে সে।
[বুখার]
আপপপপি, ইফতারির দাওয়াত পেলাম না কবে আসবেন ডেট দিন
কোন রোজাদারকে যে করায় ইফতার,
সাওয়াব পাবে সে যেমন পাবে ঐ রোজাদার।
আল্লাহ হবেন খুশী,
দেবেন আরও বেশি,
একটুও কমবেনা ঐ রোজাদারের পুরস্কার।
[বায়হাক্বী]
আর হাদিসগুলিতো একবার সেট করে রেখেছি;এখন সব পোস্টএ শুধু কপিপেস্ট করি। অতএব এটাও আমার কোন গুণ না!
ধন্যবাদ
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন