আলোকের ঝর্ণাধারা-১

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৮ জুন, ২০১৫, ০৬:৪৩:১৯ সন্ধ্যা

Praying Praying Praying

(১)

কোন রোজাদারকে যে করায় ইফতার,

সাওয়াব পাবে সে যেমন পাবে ঐ রোজাদার।

আল্লাহ হবেন খুশী,

দেবেন আরও বেশি,

একটুও কমবেনা ঐ রোজাদারের পুরস্কার।

[বায়হাক্বী]

Praying Praying Praying

(২)

যদি কোন ব্যক্তি এই রমজান মাসে,

আল্লাহ্‌র আরও নৈকট্য লাভের আশে,

একটি নফল কাজ

করে নেয় সে আজ।

ফরজের সমান সাওয়াব পাবে সে।

[বায়হাক্বী]

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326626
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
268965
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ। রামাদান কারীম।
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
268966
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমযানে কিয়াম করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। (বুখারী ও মুসলিম)
326631
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
268967
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। রামাদান কারীম।
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
268968
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ রমযানে কিয়াম করার (তারাহীহ পড়ার) ব্যাপারে কেবল উৎসাহিত করতেন, কিন্তু এ ব্যাপারে তাগিদ সহকারে নির্দেশ দিতেন না (যাতে এটা ফরয না হয়ে যায়)। তাই তিনি বলতেনঃ যে কেউ ঈমান সহকারে ও সাওয়াব হাসিলের আশায় রমযানে কিয়াম করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। (মুসলিম)
326636
১৮ জুন ২০১৫ রাত ০৮:০৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক ভালো লেগেছে, জাযাকিল্লাহ খাইর
২২ জুন ২০১৫ দুপুর ১২:২১
269295
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ!
ধন্যবাদ।
২২ জুন ২০১৫ দুপুর ১২:২২
269296
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,' মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন, বনী আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, রোযা ব্যতীত। কারণ তা আমার জন্য এবং আমিই তার প্রতিদান। আর রোযা হচ্ছে (গুনাহ থেকে) ঢাল স্বরূপ। অতএব তোমাদের কেউ যখন রোযা রাখে সে যেন বাজে কথা না বলে, চেঁচামেচি না করে, যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে তাহলে তার বলা উচিত, আমি রোযাদার। যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ তাঁর কসম, রোযাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক অপেক্ষাও অধিক সুগন্ধ। রোযাদারের দু’টি খুশি যা সে লাভ করবে। একটি হচ্ছে, সে ইফতারের সময় খুশি হয়। আর দ্বিতীয় আনন্দটি সে লাভ করবে যখন সে তাঁর রবের সাথে সাক্ষাত করবে, তখন সে তার রোযার কারণে আনন্দিত হবে।' (বুখারী ও মুসলিম)
326641
১৮ জুন ২০১৫ রাত ০৮:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ছুবহানআল্লাহ ছুবহানআল্লাহ
২২ জুন ২০১৫ দুপুর ১২:২২
269297
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
২২ জুন ২০১৫ দুপুর ১২:২৩
269298
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,' যে ব্যক্তি আল্লাহর পথে একটি জোড়া (কোন বস্তু) দান করবে তাকে জান্নাতের দরজা থেকে এই বলে ডাকা হবেঃ হে আল্লাহর বান্দা! এই যে এই দরজাটি তোমার জন্য ভালো! কাজেই নামাযীদেরকে নামাযের দরজা থেকে ডাকা হবে। মুজাহিদদেরকে ডাকা হবে জিহাদের দরজা থেকে। রোযাদারদেরকে ডাকা হবে ‘রাইয়ান’ দরজা থেকে। সাদকা দাতাদেরকে সাদাকার দরজা থেকে। (রাসূলুল্লাহ ﷺএর মুবারক মুখ একথা শুনে) হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেনঃ ইয়া রাসূলুল্লাহ! আমার বাপ-মা আপনার ওপর কুরবান হোক, কোন ব্যক্তি কে সবগুলো দরজা থেকে ডাকার যদিও কোন প্রয়োজন নেই তবুও কাউকে কি ঐ সবগুলো দরজা থেকে ডাকার হবে? তিনি বললেনঃ হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন হবে। (বুখারী ও মুসলিম)
326656
১৮ জুন ২০১৫ রাত ১১:২২
ছালসাবিল লিখেছেন : বাহ বাহ বাহ! দারুন ২ টি হাদিস। জাজাকিল্লাহ Love Struck
২২ জুন ২০১৫ দুপুর ১২:২৩
269299
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
২২ জুন ২০১৫ দুপুর ১২:২৪
269300
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত সাহল ইবনে সা’দ রাদিয়াল্লাহু আনহু নবী করীম ﷺ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ জান্নাতের একটি দরজা আছে। তাকে বলা হয় ‘রাইয়ান’। কিয়ামতের দিন এই দরজা দিয়ে একমাত্র রোযাদাররা প্রবেশ করবেন। তাঁরা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। যখন তারা সবাই ভিতরে প্রবেশ করবেন তখন এ দরজাটি বন্ধ করে দেয়া হবে। তারপর এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। (বুখারী ও মুসলিম)
২২ জুন ২০১৫ দুপুর ০২:১৫
269322
আলোকের ঝর্ণাধারা লিখেছেন : এই যে ছালসাবিল ভাই আপনি নাকি সব কিছু প্যাকেট করে ফেলেছেন!? তবে আবার এইসব কি?Surprised Time Out Time Out Time Out
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৬
269340
ছালসাবিল লিখেছেন : Crying Crying Worried Love Struck phbbbbt Waiting
326661
১৯ জুন ২০১৫ রাত ০১:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্রাহ!!

২৫ জুন ২০১৫ সকাল ১১:২২
269637
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ মাছুমভাইHappy
২৫ জুন ২০১৫ সকাল ১১:২৩
269639
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আব সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে একটি রোযা রাখবে, তার এই একটি দিনের বদৌলতে আল্লাহ তার চেহারাকে (জাহান্নামের) আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। (বুখারী ও মুসলিম)
326662
১৯ জুন ২০১৫ রাত ০১:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : বরাবরের মত।
২৫ জুন ২০১৫ সকাল ১১:৪৫
269657
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
২৫ জুন ২০১৫ সকাল ১১:৪৬
269658
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নবী করীম ﷺথেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে ও সাওয়াব লাভের আশায় রমযানের রোযা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। (বুখারী ও মুসলিম)
326683
১৯ জুন ২০১৫ রাত ০২:২৩
শেখের পোলা লিখেছেন : বাঃ চমৎকার৷ ধন্যবাদ৷
২৫ জুন ২০১৫ সকাল ১১:৪৭
269659
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার জন্যো ধন্যবাদ রইলHappy
২৫ জুন ২০১৫ সকাল ১১:৪৭
269660
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যখন রমযান মাস আসে, তখন জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানের আবদ্ধ করে দেয়া হয়। (বুখারী ও মুসলিম)
326763
১৯ জুন ২০১৫ রাত ০৯:৫১
বৃত্তের বাইরে লিখেছেন : শুকরিয়া আলোকের ঝর্ণাধারা আপু । আল্লাহ আমাদের সবাইকে এমন পুরস্কার লাভ করার তৌফিক দিন Praying রামাদান কারীম Rose Good Luck
২২ জুন ২০১৫ দুপুর ০১:৪২
269315
ছালসাবিল লিখেছেন : Surprised পোস্ট কি পড়েছেন Smug এইযে আপপপি Time Out বেড়াল ধরিয়ে দিবো কিন্তু Smug

আলোকের ঝর্ণাধারা আপু হলো কেমনে Smug Tongue Surprised Crying Rolling on the Floor
এই পোস্টের মালিক তো ফাতিমাপিপিপি Tongue
২২ জুন ২০১৫ দুপুর ০২:১৩
269320
আলোকের ঝর্ণাধারা লিখেছেন : আমাকে আবার ডাকলেন কেন গো বৃত্তের বাইরের আপামণি!Tongue Smug
২২ জুন ২০১৫ দুপুর ০২:১৫
269321
আলোকের ঝর্ণাধারা লিখেছেন : এই যে ছালসাবিল ভাই আপনি নাকি সব কিছু প্যাকেট করে ফেলেছেন!? তবে আবার এইসব কি?Surprised Time Out Time Out Time Out
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
269337
ছালসাবিল লিখেছেন : Crying ভুল হয়ে মিসটক হয়ে গেছে আপপপি Crying
আমি সাওম পালন করছি Smug
২৫ জুন ২০১৫ সকাল ১১:৪৮
269661
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমীন....রামাদান কারীমPraying
২৫ জুন ২০১৫ সকাল ১১:৪৯
269662
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসরাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহﷺ ছিলেন লোকদের মধ্যে সর্বাপেক্ষা অধিক দানশীল। আর বিশেষ করে রমযান মাসে তাঁর দানশীলতা আরো বেশি বেড়ে যেতো যখন হযরত জিবরাঈল (আ) তাঁর সাথে সাক্ষাৎ করতেন। হযরত জিবরাঈল (আ) তাঁর সাথে রমযানের প্রতি রাতে সাক্ষাৎ করতেন এবং তাঁকে কুরআন শেখাতেন। তবে জিবরাঈল (আ) যখন রাসূলুল্লাহ ﷺ-এর সাথে সাক্ষাৎ করতেন তখন তাঁর দানশীলতা বৃষ্টি বর্ষণকারী বাতাস অপেক্ষা অধিক কল্যাণকামী হয়ে যেতো। (বুখারী ও মুসলিম)
২৬ জুন ২০১৫ দুপুর ১২:২১
269801
বৃত্তের বাইরে লিখেছেন : হুম, ভাবছি পুরো প্যাকেট পানিতে ফেললে নীলুর কি হবে?Worried ব্লগে একমাত্র ছাল সাবিল যে তাকে সামলানোর দায়িত্ব নিয়েছেTongue . আপু আপনার এই নামকরনটা স্বার্থক। ছন্দে ছন্দে আল কোরআন, হাদিস নিয়ে রমজানে হাজির হওয়ার জন্য শুকরিয়া আবার ওLove Struck
২৮ জুন ২০১৫ সকাল ০৯:৫৬
270038
ফাতিমা মারিয়াম লিখেছেন : নীলুর কি হবে?Rolling on the Floor Crying Rolling on the Floor
১০
326856
২০ জুন ২০১৫ দুপুর ০১:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে বেশি করে নফল ইবাদত পালন করার তোফিক দান করুন....আমিন।
ভাল লাগলো, রামাদান কারিম
২৫ জুন ২০১৫ সকাল ১১:৫০
269663
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ...রামাদান কারিম
২৫ জুন ২০১৫ সকাল ১১:৫০
269664
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রমযানের শেষ দশ দিনের আগমনে রাসূলুল্লাহ ﷺ নিজে (সারা) রাত জাগতেন, নিজের পরিবারের লোকদেরকেও জাগাতেন এবং আল্লাহর ইবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে যেতেন। (বুখারী ও মুসলিম)
১১
327001
২১ জুন ২০১৫ দুপুর ০৩:৪১
আফরা লিখেছেন : জাজাকিল্লাহ খাইর গুরুজী ।
২৫ জুন ২০১৫ সকাল ১১:৫১
269665
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ...জুনিয়রHappy
২৫ জুন ২০১৫ সকাল ১১:৫১
269666
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমযানে কিয়াম করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। (বুখারী ও মুসলিম)
১২
327130
২২ জুন ২০১৫ রাত ০৯:৪৮
ফুটন্ত গোলাপ লিখেছেন : চমৎকার............
২৫ জুন ২০১৫ সকাল ১১:৫১
269667
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
২৫ জুন ২০১৫ সকাল ১১:৫২
269668
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ রমযানে কিয়াম করার (তারাহীহ পড়ার) ব্যাপারে কেবল উৎসাহিত করতেন, কিন্তু এ ব্যাপারে তাগিদ সহকারে নির্দেশ দিতেন না (যাতে এটা ফরয না হয়ে যায়)। তাই তিনি বলতেনঃ যে কেউ ঈমান সহকারে ও সাওয়াব হাসিলের আশায় রমযানে কিয়াম করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। (মুসলিম)
১৩
328320
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৬
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। জাযাকাল্লাহ খাইরান ফিদদুনিয়া ওয়া আখেরাহ।
০৫ জুলাই ২০১৫ সকাল ১১:১০
270902
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
০৫ জুলাই ২০১৫ সকাল ১১:১০
270903
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ রমযানে কিয়াম করার (তারাহীহ পড়ার) ব্যাপারে কেবল উৎসাহিত করতেন, কিন্তু এ ব্যাপারে তাগিদ সহকারে নির্দেশ দিতেন না (যাতে এটা ফরয না হয়ে যায়)। তাই তিনি বলতেনঃ যে কেউ ঈমান সহকারে ও সাওয়াব হাসিলের আশায় রমযানে কিয়াম করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। (মুসলিম)
১৪
329642
১২ জুলাই ২০১৫ সকাল ০৬:০৮
লজিকাল ভাইছা লিখেছেন : আমার মত অলসদের কে কোরআন হাদিস পড়ানোর একটা চমৎকার পদ্ধতি। ধন্যবাদ আপু , জাজাকাল্লাহু খাইর ।
১৪ জুলাই ২০১৫ সকাল ০৯:১৭
272138
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ ভাইছা....অনেক দিন পরে ব্লগে আসলেন!
১৪ জুলাই ২০১৫ সকাল ০৯:১৮
272139
ফাতিমা মারিয়াম লিখেছেন : হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,' মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন, বনী আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, রোযা ব্যতীত। কারণ তা আমার জন্য এবং আমিই তার প্রতিদান। আর রোযা হচ্ছে (গুনাহ থেকে) ঢাল স্বরূপ। অতএব তোমাদের কেউ যখন রোযা রাখে সে যেন বাজে কথা না বলে, চেঁচামেচি না করে, যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে তাহলে তার বলা উচিত, আমি রোযাদার। যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ তাঁর কসম, রোযাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক অপেক্ষাও অধিক সুগন্ধ। রোযাদারের দু’টি খুশি যা সে লাভ করবে। একটি হচ্ছে, সে ইফতারের সময় খুশি হয়। আর দ্বিতীয় আনন্দটি সে লাভ করবে যখন সে তাঁর রবের সাথে সাক্ষাত করবে, তখন সে তার রোযার কারণে আনন্দিত হবে।' (বুখারী ও মুসলিম)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File