অর্ধ শাবানের পর হতে রমযানের পূর্ব পর্যন্ত রোযা পালন করা বা না করার নিয়ম
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৪ জুন, ২০১৫, ০৮:১৮:০৭ রাত
১) আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নবী করীম ﷺ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 'তোমাদের কেউ যেন রমযানের একদিন বা দু’দিন আগে রোযা না রাখে। তবে যে ব্যক্তি ঐ দিনগুলোর রোযা রাখার অভ্যাস হয়ে গেছে সে ঐ দিনগুলোয় রোযা রাখতে পারবে।'(বুখারী ও মুসলিম)
২) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন- রাসূলুল্লাহ ﷺ বলেছেন,' রমযানের আগেই রোযা রেখো না। চাঁদ দেখে রোযা রাখ এবং চাঁদ দেখে রোযা ছাড়। যদি তোমাদের ও চাঁদের মাঝখানে মেঘের আড়াল হয়ে যায়, তবে (শা’বান মাস) ৩০ দিন পূর্ণ কর।'(তিরমিযী)
৩) আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন- রাসূলুল্লাহ ﷺ বলেছেন, 'যখন শাবান মাসের অর্ধেক বাকি থাকে তখন আর রোযা রেখো না।' (তিরমিযী)
৪) আবূ ইয়াকযান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 'যে ব্যক্তি সন্দেহের দিন (অর্থাৎ মেঘের কারণে চাঁদ না দেখে যাওয়ার দিন রোযা রাখা সন্দেহযুক্ত হয় সেদিন) রোযা রাখে, সে অবশ্যই আবুল কাসেম মুহাম্মাদ ﷺ-এর নাফরমানী করে।' (আবু দাঊদ ও তিরমিযী)
[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং যথাক্রমে-১২২৫,১২২৬,১২২৭ ও১২২৮]
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ৬০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলাম মানুষের জন্য কত সহজ বিধান দিয়েছে আমরা যেনেও মানি না।
৪. সূনানে তিরমিযি – হুসাইন আল মাদানী প্রকাশনী
লিংক: সকল খন্ড একত্রে:http://www.mediafire.com/download/s5qf1wjb94nid1l/Shah+Jaif_Tirmizi_all.zip
আলাদা আলাদা: http://www.waytojannah.com/joif-tirmiji-bangla-full/ – ইসলামিক ফাউন্ডেশন: http://www.mediafire.com/view/izjg3zckhstqjs3/Tirmidi_1stPart_IF.pdf
http://www.mediafire.com/view/oefgsecsruaonse/Tirmidi_2ndPart_IF.pdf
http://www.mediafire.com/view/z6akezzovc1vrqb/Tirmidi_3rdPart_IF.pdf http://www.mediafire.com/view/3z35s0mcw2q69l2/Tirmidi_4thPart_IF.pdf
http://www.mediafire.com/download/t6qovc96qayae63/Tirmidi_5thPart_IF.pdf
ঠিক আছে। তবে "হিলা-লু রুশদিন ওয়া খাইরিন" এই অংশটি তিরমিযি তে নেই।
কিছুইতো বুঝলাম না
সুন্দর পোস্টের জন্য জাঝাকাল্লাহ,।
মন্তব্য করতে লগইন করুন