ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে [ছবি সংগ্রহ-২]
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১০ জানুয়ারি, ২০১৩, ০৯:০২:২৯ রাত
১) মেঘের অনেক রঙ
২) আকাশের হাতে আছে একরাশ নীল
৩) শরৎ এর কাশবনে লুকোচুরি মেঘ
৪) মেঘ থমথম করে
৫) ঝকঝকে নীলাকাশে সবুজের ছোঁয়া
৬) জলে কার ছায়া পড়ে,কার ছায়া জলে?
৭) দূর নারিকেল দ্বীপের একাকী সন্ধ্যা
৮) সাতটি রংয়ের মাঝে আমি মিল খুঁজে না পাই (সুন্দরবন থেকে)
৯) নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা
১০) বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা
১১) মেঘ দেখে করিস নে কেউ ভয়, আড়ালে তার সূর্য হাসে
১২) হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত
১৩) আলোকেরই ঝরণাধারায় ধুইয়ে দাও (গ্রিসের উপকূল)
"তিনিই স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরী করেছেন।তুমি রহমানের সৃষ্টিকর্মে কোন প্রকার অসঙ্গতি দেখতে পাবে না।আবার চোখ ফিরিয়ে দেখ, কোন ত্রুটি দেখতে পাচ্ছ কি?তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখ, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে।"
[সূরা মুল্ক: ৩-৪]
ছবি সংগ্রহ-১
বিষয়: বিবিধ
৩৭১৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমবেদনা
মন্তব্য করতে লগইন করুন