মডু কথা রাখেনি
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৪ এপ্রিল, ২০১৫, ০৮:০৭:০৯ রাত
মডু কথা রাখেনি
অনেক দিন কাটলো
মডু কথা রাখেনি।
.
সেই একদিন কোন এক পোস্ট এ
হঠাৎ মডু এসে বলেছিল,
'একদিন সব ঝামেলা কেটে গেলে
পুরনো মন্তব্যগুলো ফিরিয়ে দেবে।'
তারপর ক-ত দিন ক-ত রাত
আসল...... চলে গেল, কিন্তু সেই
মন্তব্যগুলো আর এলো না।
.
দীর্ঘ দিনরাত প্রতীক্ষায় আছি ।
কোন কোন ব্লগার শান্তনা দিয়ে
বলেছিল, 'অপেক্ষা কর আপুমণি;
একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে!'
.
মাননীয় মডারেটর!!
আমরা আর কত অপেক্ষা করব?
আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলে
তারপর আপনারা আমাদের মন্তব্য ফিরিয়ে দেবেন?
.
সবকিছু ফিরে পাওয়ার জন্য আজ
আমরা আন্দোলন শুরু করেছি,
সবাই মিলে গঠন করেছি ঐক্য জোট।
ডাকতে শুরু করেছি সকল ব্লগারগণকে!
.
তবু কথা রাখেনি মডু,
এখন তার হাতে শুধু
সেই মুছে যাওয়া কমেন্ট এর গন্ধ!
.
মডু কথা রাখেনি,
বহুদিন কাটলো,
মডু কথা রাখেনা !
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ৭০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অ-নে-ক অভিনন্দন ফাতিমাপুকে......। বহু দিন পর পোষ্ট নিয়ে উপস্থিতির জন্য...। খুব খুব ভালো লাগলো ।
উনাদেরকে আমরা সন্মান ও শ্রদ্ধা জানাই এজন্য যে বিশাল অংকের টাকার ব্যয়ভার বহন করে এবং অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে এই ব্লগটি এখনো সচল রেখেছেন আমাদের জন্য।
তাই আমরা অনুরোধ জানাই আমাদের বিষয়গুলো সুবিবেচনার জন্য এটাই আমার বক্তিগত মতামত আপুম্নি।
মডুদের বউরা এ সামান্য সমস্যাটা ঠিক করে দিতে পারে নাহ্?
হে মডু...... মামি......
হে মডু...... আপু......
হে মডু...... দাদা......
ফিরিয়ে দিন মন্তব্য যা খাইছেন অনেক হয়েছে। আর মানি না মানবো নাহ্
আর কি বল্লে আমাদের মন্তব্যগুলো ফিরিয়ে দেবেন বলেনতো..... প্লীজ.......
এটা ভুলে গেলে কেম্নে চলে?
উনারা দয়া করে আমাকে ব্লগ পড়ার ওলিখার সুযোগ করে দিয়েছেন এতে উনাদের কাছে কৃতজ্ঞ ।
ব্লগারদের সাথে খেলে সাপলুডু।
যদি একদিন বাগে পাই,
সেদিন তার জামনি নাই।
আপনার কোন কোন কমেন্ট হারিয়েছে তার একটা হারানো বিজ্ঞপ্তি ও জিডি করুন
মন্তব্য করতে লগইন করুন