শীতের পিঠার নিমন্ত্রণ
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৫:৩০ সন্ধ্যা
আসেন আসেন ব্লগ বাসী সবাই হেথা আসেন,
বিছানাটি পাতা আছে আরাম করে বসেন।
কেমন আছেন? বলেন সবাই শুনব মন দিয়া,
কেমন ছিলাম? জানাব যে হাসিয়া হাসিয়া।
বসে বসে সবাই এবার খান শীতের পিঠা,
নানান রকম পিঠাপুলি খেতে লাগে মিঠা।
ভাঁপা আছে, পুলি আছে, পাকন পিঠা আছে,
আরও আছে নকশী পিঠা এই আমার কাছে।
রসে ভেজা চিতই আছে, আছে পিঠা ঝাল,
খোলাজালি পিঠা আছে খেয়ে নিও কাল।
খাইতে যদি চাও তোমরা পিঠা পাটিসাপটা ,
ভয় পেও না পড়লে মুখে হিমেল হাওয়ার ঝাঁপটা।
খেজুর রসের পায়েস আছে, আছে গুড়-মুড়ি,
এই যে দেখ আরও আছে পিঠা ফুলঝুরি।
নানান রকম পিঠা আছে যেটা খুশী খাও,
খেয়ে দেখ দেশি স্বাদের কত মজা পাও।
পিঠা খাওয়া শেষ হল, শেষ খাবার দাবার,
জমজমাট আড্ডাটাকে শুরু কর আবার।
চা চাইলে দিতে পারি ভরুক সবার প্রাণ
সবার শেষে মুখে দিও সুপারি আর পান।
বিষয়: বিবিধ
৩৭৯৬ বার পঠিত, ১০৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্টটিতে ভালোলাগা রেখে গেলাম।
জাজাকাল্লাহু খাইর।
শুধু শুধু আমাকে বকা দেওয়া হচ্ছে!
Click this linkএই লিঙ্কে গিয়ে দেখেন
আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক। সদা সূস্থ ও শান্তিতে রাখুক। আপনার জীবন হোক সুন্দর সুখময় হাসি খুশীতে ভরপুর।
মিষ্টি পিঠা ভাল্লাগেনা ঝাল পাইছি একটা।
তাইলে ঝালটাই
মজা করে খাই।
৯ নং কমেন্ট দেখ।
দেখে কি আর স্বাদ মিটে???
চমৎকার ছবি। ছোট বেলায় ভাপা পিঠা এবং
পাটি সাফটা অনেক খেয়েছি। দেখি চেষ্টা করে, বানাতে পারি কিনা। ঢাকার ফুটপাত থেকে কত খেয়েছি, বন্ধুদের সাথে।
অনেককক জোসসসসসসসসসসসসসস
ছবিগুলো না দিলেই ভাল হত
ভরলনাতো পেট,
কৃতজ্ঞতায় খোদার কাছে
মাথা হল হেঁট৷
চায়ে ছিল বেজাায় মিঠা
পানে ছিল ঝাল,
খোদা হাফেজ' চলি এবার
দেখা হবে কাল৷
এত পিঠা দেখেও ভাইয়ের
ভরলনা ক্যান পেট?
আসতে গিয়ে হল কেন
এত সময় লেট?
তাইতো সবাই খেয়ে গেছে
হাপুশু হুপুশ করে!
ভাইয়ের জন্য ঐ যে আছে
খালি থালা পড়ে!!
এরপরে তে দাওয়াত দিলে
আসতে হবে আগে,
নইলে কিন্তু থাকবেনা আর
কিছুই ভাইয়ের ভাগে।
সময় বড় কম,
তকদীরে যা আছে পাব
হইনা হতদ্দম৷
আমি ব্যাস্ত মানুষ হে ভাই।
পিটা বুকিং দিয়ে চলে যাই।.....
কবিতা বেশ ভাল লিখেছেন, কিন্তু ওই যে বলেনা, 'আমি আনছি খুইজ্জা, তোরে নি দিমু মাইজ্জা!'(আমি এনেছি অন্যের কাছ থেকে খুজে, তোকে তোকে দেব কেমন করে)। ঠিক তেমনি হয়েছে, নিজে না বানিয়ে গুগোল থেকে জিব্বায় জল আসার মত কিছু ছবি এনে কি সুন্দর আমন্ত্রণ জানাচ্ছেন!!!!
আপনি বানাতে পারেন না তাইনা! শিখে নিন, যেমনি হোক, পুড়ে গেলেও খাব, চেষ্টা করুন না, বোন বানালে খেতে খারাপ লাগলেও ভাই কি বোনের বদনাম করতে পারে!
এই মাইন্ড করবেন না কিন্তু! ঠোঁট পোড়া স্বভাবের লোকত তাই.....
ভাল লাগল! পিঠা পুলির সাথে ছন্দ ছড়ার মাখামাখি! অনেক ধন্যবাদ!
আহ এক্ষুনি খাওয়া শুরু করে দেই,কি বলেন?
মন্তব্য করতে লগইন করুন