শীতকাব্য
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৬ নভেম্বর, ২০১৪, ০৩:৩৭:৫১ দুপুর
আসছে বুঝি শীতের কাঁপন?
হিম হিম হিম হাওয়া!
জমবে বুঝি এখন আবার
পিঠা পুলি খাওয়া?
.
টইটুম্বুর ভরবে আবার
খেজুর রসে হাড়ি,
ফিরনি হবে, পিঠা হবে
সবার বাড়ি বাড়ি।
.
ধোঁয়া ওঠা গরম গরম
নানান স্বাদের পিঠা,
হাপুস হুপুস খাবে সবাই
আহা! দারুণ মিঠা!
.
গরম জামা গায়ে দিয়ে
শীত কাঁপুনি যায়!
লেপের নিচে ভীষণ আরাম
সব শীত পালায়।
.
তোমার কাছে আছে দেখ
আরাম থরে থরে,
আছে কি তা ন্যুনতম
দুখী জনের ঘরে?
.
দাওনা তাদের একটুখানি
ফোটাও হাসি মুখে,
দুই জাহানে প্রভুর দয়ায়
থাকবে তুমি সুখে।
বিষয়: বিবিধ
২১৬৬ বার পঠিত, ৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনই শীত? হাহাহা....
কবিতা অনেক সুন্দর হয়েছে আপু ।
আরাম থরে থরে,
আছে কি তা ন্যুনতম
দুখী জনের ঘরে? - ভাবনার অবকাশ দিলো লাইনগুলো। এদের জন্য এই শীতে দেখি সীমিত সামর্থ্যের দ্বারা কিছু করা যায় কিনা।
ভালো লাগা রেখে গেলাম লিখনিটিতে।
জাজাকাল্লাহু খাইর।
খুব সুন্দর লিখেছেন আপু। তারচেয়ে সুন্দর পিঠাগুলা। বানিয়ে মেইল করে পাঠিয়ে দেন না আপু...
আমারতো কান্না আসছে।
কবিতার জন্য
কিন্তু পরে কোন একজনের প্রশ্নের জবাবে আপনার জবাব দেখলাম-ভাইছা মানে বড় ভাই। তখন আমার মনে পড়ে যায় আব্বা-আম্মার মুখেও এ শব্দটি শুনেছিলাম। আমাদের পরিবারে এই শব্দের প্রচলন নেই।
কিন্তু আঞ্চলিক শব্দ হিসেবে আব্বা আম্মার মুখে তাদের পরিচিত জনদের গল্প বলার সময় এই শব্দটি বলতেন।
তোমার কাছে আছে দেখ
আরাম থরে থরে,
আছে কি তা ন্যুনতম
দুখী জনের ঘরে?
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ আপুমনি।
মন্তব্য করতে লগইন করুন