অপরূপা বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৮ জানুয়ারি, ২০১৩, ০৮:২৭:০০ রাত
দূর পাহাড়ের ঝর্ণাধারা
ডাকছে আমায় আয়।
সবুজ ঘেরা বনের কাছে
মনটা ছুটে যায়।
.
কুলুকুলু নদীর বুকে
নাও চলে পাল তুলে।
মাঠ ভরা সোনার ফসল
বাতাস পেয়ে দোলে।
.
ভোর বেলা মোর ঘুম ভেঙ্গে যায়
হরেক পাখীর গানে।
মৌমাছিরা গুন গুনিয়ে
সুর ছড়ায় প্রাণে।
.
ছয়টি ঋতু ছয়টি রূপে
আমার দেশে আসে।
প্রকৃতি তার ছোঁয়া পেয়ে
ঝিলমিলিয়ে হাসে।
.
গাছ ভরা আছে দেখ
নানাবিধ ফল।
কে করলেন সৃজন
এরূপ সুমিষ্ট জল।
.
বাহারী সব ফুল দেখে
চোখ জুড়িয়ে যায়।
দেখবি যদি তোরা সবাই
হেথায় ছুটে আয়।
.
এমন দেশে জন্মে আমি
খুশী হলাম বেশ।
ধনে জনে সবার সেরা
সোনার বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন