ছোট্ট খুকির বায়না

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৭ মে, ২০১৪, ০৪:০৪:৪১ বিকাল

ছোট্ট খুকি পরেছে আজ টুকটুকে লাল শাড়ী,

বায়না তাহার আজকেই সে যাবে নানাবাড়ি।

.

এলোমেলো চুলগুলি সে কষে বেঁধেছে,

টুকটুকে লাল ফিতা দিয়ে ঝুঁটি করেছে।

.

ডাগর কালো চোখে তাহার দিয়েছে সে কাজল,

হাতে আছে রেশমি চুড়ি পায়ে রূপার মল।

.

হাতেপায়ে নকশা করে দেয় মেহেদীর রং,

ভাইয়াটা বলে উঠে, ‘এবার রাখ তোর ঢং’ ।

.

এই কথাটা শুনেই খুকি জুড়ে দিলো কান্না,

দুই চোখে তার এসে গেছে অথৈ পানির বন্যা।

.

মা এসে চুমু খেয়ে কোলে তুলে নেয়,

চোখ রাঙিয়ে ভাইয়াটাকে ভীষণ বকা দেয়।

.

বকা খেয়ে ভাইয়া ধরে নিজের দুটি কান,

এইতো দেখ খুকুমণির ভেঙ্গে গেল মান।

.

তাইনা দেখে ঘরের সবাই হাসছে কুটিকুটি।

এভাবেই নিত্য চলে ভাইবোনের খুনসুটি।

বিষয়: বিবিধ

২৩১০ বার পঠিত, ৭০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222626
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৪৫
Sada Kalo Mon লিখেছেন : Applause বাহ্ ভাই বোনের জগড়া খুব মজারতো! Cheer It Wasn't Me!
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
169951
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম..... বেশ মজারHappy
222634
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৫৪
শেখের পোলা লিখেছেন : তাইতো বলি বোনটি আমার
কোথায় জানি গেল!
অনেক দিনের পরে হঠাৎ
আজকে উদয় হল৷
নানী বাড়ি দারুন মজা,
আম কাঁঠালের দেশ,
আশা করি সময় সেথা
কেটে গেছে বেশ৷
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০০
169959
ফাতিমা মারিয়াম লিখেছেন :

দূরে কোথাও যাইনি আমি
ধারে কাছেই ছিলাম,
খবরতো কেউ নেয়নি আমার
তাইতো গোস্বা হলামSad Sad Sad

222645
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০৭
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
১৭ মে ২০১৪ বিকাল ০৫:২৭
169975
ফাতিমা মারিয়াম লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য আপনাকে পিলাচ+পিলাচ
222663
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৩৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দারুণ ছন্দে লিখেছেন ভাইবোনের খুনসুটি,
যেমন লক্ষী বোনটি তেমন তাহার ভাইটি। Angel Angel Angel
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
169978
ফাতিমা মারিয়াম লিখেছেন :

না, ভাইরা ভীষণ দুষ্টু
শুধু ঝামেলা বাঁধায়,
শুধু শুধু খোঁচা দিয়ে
বোনদের কাঁদায়Crying
222666
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
169979
ফাতিমা মারিয়াম লিখেছেন : আচ্ছাHappy
222679
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৫
আবু জারীর লিখেছেন : বাচ্চাদের খুনসুটির মজাই আলাদা।
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৮
169984
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম....।
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৯
169985
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম....।
222687
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ অনেক মজা পেলাম
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
170013
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ...Happy
222690
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
পরিচিত লিখেছেন : বাস্তবতার আলোকে কবিতার প্রাণ দিলেন-- বেশ ভাল লাগল -- ধন্যবাদ।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:১৮
170350
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
222707
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
অনেক পথ বাকি লিখেছেন :
সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
১৮ মে ২০১৪ বিকাল ০৪:১৮
170351
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনিও ধন্যবাদ জানবেন।
১০
222723
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
আফরা লিখেছেন : গুরুজী আপনার শরীর ভাল তো !কয়দিন আপনাকে দেখলাম না ।কবিতা ভাল হয়েছে গুরুজী ।
১৭ মে ২০১৪ রাত ০৮:৪৮
170110
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : গুরুজীকে এভাবে বলতে হয় না আফরা। গুরুজীকে সবসময় শ্রদ্ধার আসনে রাখতে হয়। বলতে হবে আপনার শরীর ও মন এখন কেমন গুরুজী। কয়দিন আপনাকে না দেখতে পেয়ে আমি শোকে বিহব্বল হয়ে পড়েছি। আপনার কবিতা পড়ে আমি এতটাই মুগ্ধ যে যেন আমি হাওয়ায় দোল খাচ্ছি।
১৭ মে ২০১৪ রাত ০৯:৫২
170124
আফরা লিখেছেন : এই না হলে আমার ভাইয়া ।অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ভাইয়া ।হারিয়ে যাবো তোমার মাঝে ভাইয়া @
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২১
170355
ফাতিমা মারিয়াম লিখেছেন : জুনিয়র, আমি বেশ কিছুদিন বেশ ব্যস্ত ছিলাম। এখন মোটামুটি ফ্রি আছি। খবর নেয়ার জন্য ধন্যবাদ।
১১
222729
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
আঁধার কালো লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২২
170356
ফাতিমা মারিয়াম লিখেছেন : জ্বি....আচ্ছা।
১২
222733
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
বিন হারুন লিখেছেন : খুকি আর তার সংসারকে নিয়ে লেখাটি চমত্কার লেগেছে Thumbs Up
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২৪
170357
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
১৩
222748
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর কবিতার পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২৫
170358
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনিও ধন্যবাদ জানবেন বাহার ভাই।
১৪
222750
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : গুরুজী আপনার শরীর ভাল তো !কয়দিন আপনাকে দেখলাম না ।কবিতা ভাল হয়েছে গুরুজী ।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২৫
170359
ফাতিমা মারিয়াম লিখেছেন : কপিপেষ্টFrustrated
১৫
222760
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
পবিত্র লিখেছেন : খুবি সুন্দর!!!! Applause ভালো লাগলো!!!! Happy
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২৬
170360
ফাতিমা মারিয়াম লিখেছেন : একটুখানি ধন্যবাদ নিয়ে যানLove Struck
১৬
222783
১৭ মে ২০১৪ রাত ০৮:৪৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কমেন্টের বক্সে আর কি লিখবো হৃদয়ের বক্স যদি ভরে যায় কবিতার মুগ্ধতায় তাহলে সেই কবিকে কোথায় রাখতে হয় একটু বলে দিন না মারিয়াম আপ্পি। Rose Rose
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২৭
170361
ফাতিমা মারিয়াম লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদHappy
১৭
222801
১৭ মে ২০১৪ রাত ০৯:৫৫
ইমরান ভাই লিখেছেন : ছোট বাচ্চা কাদাতে ভিশন মজা।

দারুন হয়েছে। কালকে কবিতার উপহার দিব ইনশাআল্লাহ। কেউ দেক আর নাদিক আমি দিবই। Big Grin
১৮ মে ২০১৪ বিকাল ০৪:২৯
170362
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার ধারণা ভুল ইমরান ভাই। আমি পুরস্কারের জন্য লিখি নাই।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৪২
170368
ইমরান ভাই লিখেছেন : আপনি ভুলবুঝছেন আমি আপনাকে পুরস্কিত করতাম আপনার সুন্দর কবিতার জন্য এটা আমার ইচ্ছা... নেন সেই পুরস্কার।

১৮
222852
১৮ মে ২০১৪ রাত ১২:১৬
আহমদ মুসা লিখেছেন : দারুণ সুন্দর কবিতা। ভাইবোনদের ঝাগড়ার মজাই আলাদা। আমার ঘরে অবশ্য কোন কোন ভাই না থাকলেও দু'বোনের মধ্যে ঝগড়া ঝাটির প্রতিযোগিতা দেখে খুব আনন্দ পাই।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৩০
170363
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমার ঘরেও পুত্র নাই, কিন্তু দুই কন্যার মান অভিমান, খুনসুটি বেশ উপভোগ্য। ধন্যবাদ।
১৯
222868
১৮ মে ২০১৪ সকাল ০৫:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৩০
170364
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ জানবেন প্যারিসবাসি ভাই।
২০
222883
১৮ মে ২০১৪ সকাল ০৮:১২
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আগের সেই ট্রেডিশান এখন আর নেই। তবে হ্যাঁ, এসব আমাদের লেখার ভিতরেই নতুনত্ব পাবে।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৩২
170365
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ।
২১
222898
১৮ মে ২০১৪ সকাল ০৯:৫১
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : অনেকদিন পরে এমন ছড়া পড়ে
হৃদয় আমার উঠল কেঁদে
মাথা গেল ধরে।
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
170366
ফাতিমা মারিয়াম লিখেছেন : আহারে! মাথা ধরা ভালো হয়ে গেলে জানাবেন।
২২
223036
১৮ মে ২০১৪ দুপুর ০৩:৫৭
টোকাই বাবু লিখেছেন : হাতেপায়ে নকশা করে দেয় মেহেদীর রং,

ভাইয়াটা বলে উঠে, ‘এবার রাখ তোর ঢং’ ।

.

এই কথাটা শুনেই খুকি জুড়ে দিলো কান্না,

দুই চোখে তার এসে গেছে অথৈ পানির বন্যা।

.

মা এসে চুমু খেয়ে কোলে তুলে নেয়,

চোখ রাঙিয়ে ভাইয়াটাকে ভীষণ বকা দেয়।

আমার বোনটার কথা মনে পরে গেলো। ও অবশ্য আমার বড়ো (বোনের মধ্যে ছোট)। কি মারামরিটাই না করতাম। বড়ো হলেও জারীর উপর রাখতাম। আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে সাধ্য হতো না। ওকে তো আর বাবা-মা একা একা ছারবে না। তাই আমিই ওর সাথি। ঝগড়া শেষে বলতো তোকে আর আমি ভাব বেরে দিবো না। আমি বলতাম না দিলা তুমি। কিন্তু কিছুক্ষন পর ওর হাত ধরে জোর করে টেনে নিয়ে এসে ভাত দিতে বলতাম। মারামরির মজাই আলাদা Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৩৫
170367
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম.....বোঝা যাচ্ছে ভীষণ দুস্টু ছিলেনTongue
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
170435
টোকাই বাবু লিখেছেন : Smug Smug Smug Smug Smug Smug Smug Smug Smug Smug Smug Smug Smug Smug Smug
২৩
223219
১৯ মে ২০১৪ রাত ১২:০৭
আবু বকর সিদ্দিক লিখেছেন : ফেইসবুকে পড়েছিলাম। খুব ভালো লাগলো। আমার ছোট বোন নেই,বড় বোন আছে। মাঝে মাঝে তার সাথেই ঝগড়া হয়।
১৯ মে ২০১৪ সকাল ০৮:২২
170613
ফাতিমা মারিয়াম লিখেছেন : মাঝে মাঝে ঝগড়া করা মনে হয় খারাপ নাSmug
২৪
223287
১৯ মে ২০১৪ সকাল ১০:২৯
নোমান২৯ লিখেছেন : ভালো লাগলো । স্বাগতম । Rose Rose
১৯ মে ২০১৪ বিকাল ০৪:৫৫
170790
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকে ধন্যবাদ জানাইGood Luck Good Luck Good Luck
২৫
223751
২০ মে ২০১৪ দুপুর ০২:২৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বায়না খুকির আয়নার মতন
ভাইয়া করেন বড়ই যতন

চাইলে খুকি দেবো আনি
দূরের ঐ চন্দ্র খানি

আমার খুকি সোনামনি
বড় মনের মহাধনী

খুকির বায়না বাকী রয়না
দুঃখী খুকি-ভাই চায়না।
**********************
অসাধারন লিখ ভাইয়া....!!!


২৩ মে ২০১৪ দুপুর ০৩:২৯
172211
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ...Good Luck Good Luck
২৬
226183
২৫ মে ২০১৪ রাত ০৯:০১
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : ভাইয়াদের সাথে খুনসুটির মজাই আসলে অন্যরকম।
২৭ মে ২০১৪ বিকাল ০৪:১১
173874
ফাতিমা মারিয়াম লিখেছেন :


অনেকদিন পরে রাজকইন্যার আগমন হইলো দেখিয়া খুশিতে আরেকখানা লিখিতে ইচ্ছা হইতেছেTongue Tongue Tongue
৩১ মে ২০১৪ রাত ০৮:১৩
175459
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : লিখিয়া ফেলেন। রাজকন্যা অনলাইন না হইলেও অফলাইনে বসিয়া পাঠ করিয়া নেবে ইনশাআল্লাহ। Tongue
০১ জুন ২০১৪ রাত ০৯:০৫
175914
ফাতিমা মারিয়াম লিখেছেন : রাজকন্যাকে অনলাইনেই দেখতে চাইLove Struck Love Struck Love Struck
০২ জুন ২০১৪ রাত ০৮:৪২
176406
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : রাজকন্যা তার ভাবীদেরকে ছাড়া আনন্দ খুঁজে পায় না ব্লগে। আর ভাবীদের তো স্টাইক চলছে। Crying Crying Crying Crying
০৩ জুন ২০১৪ সকাল ০৭:৩৭
176535
ফাতিমা মারিয়াম লিখেছেন :

সকল স্ট্রাইক ভেঙ্গে আবার সবাইকে নিয়ে চলে এসোLove Struck Love Struck Love Struck
২৭
226792
২৭ মে ২০১৪ রাত ০১:১৭
বৃত্তের বাইরে লিখেছেন : আপুজ্বি এই গরমে যেভাবে ঘটকালী করছেন। এই নিন ছাতা Love Struck Love Struck Love Struck


খুব ভাল লাগলো ভাইবোনের খুনসুটি Good Luck Rose
২৭ মে ২০১৪ বিকাল ০৪:১২
173875
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমাই আবার কখন বেলতলায় গেলাম?!Smug Crying
২৮
227179
২৭ মে ২০১৪ রাত ১০:০৩
ভিশু লিখেছেন : ভালো হৈসে...Happy Good Luck
২৮ মে ২০১৪ দুপুর ০৩:৪৪
174319
ফাতিমা মারিয়াম লিখেছেন : কে কৈসে???Tongue
২৯
230795
০৫ জুন ২০১৪ সকাল ০৯:০৪
আওণ রাহ'বার লিখেছেন : ভালো ঐসে ভালো লাগছে
রাহবার আর ভিশু ভাই সহ সব্বাই কইছে।
এমন ঝগড়া দেখতে ভালো লাগে।
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৩৩
177566
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পড়তেও ভালো লাগে Winking
০৫ জুন ২০১৪ সকাল ১১:৪০
177623
ফাতিমা মারিয়াম লিখেছেন : হারিকেন, রাহবার আর ভিশু ভাই সহ সব্বাইকে ধন্যবাদ দিসিTongue Smug

৩০
233316
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
জোবাইর চৌধুরী লিখেছেন : বরাবরের মতই চমৎকার ....।
সবার শেষে মন্তব্য করতে খারপ লাগছে। হা হা হা
Rose Rose Rose
১৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৯
209990
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ.....সবার শেষে মন্তব্য করেছেন বলেইতো এত দেরীতে জবাব পেলেন.....হাহাহাHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File