শিয়ালমামার বিয়ে
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৪ মে, ২০১৪, ০৫:৩৪:১১ বিকাল
শিয়ালমামার বিয়ে হবে
রইল সবার নিমন্ত্রণ,
সময়মত আসবে সবাই
থাকবে অনেক আয়োজন।
.
মজার মজার খাবার সব
খাব মোরা পেট পুরে,
সেই খুশিতে নাচছি আমি
সারা বনে ঘুরে ঘুরে।
.
আর একটু পরেই হবে
শিয়ালমামার বিয়ে!
শিয়ালমামী সাজছে দ্যাখ
কত্ত কিছু দিয়ে।
.
মামাও তো কম সাজেনি
শেরওয়ানী পরেছে,
মাথার উপর ঐ যে দেখ
একটি টোপর দিয়েছে।
.
জরির মালা গলায় দিয়ে
রুমাল হাতে নিয়ে,
নাগরা পায়ে, লাজুক মুখে
করতে যাচ্ছে বিয়ে।
.
বরযাত্রী হল আজি
বনের পশু যত,
হাসি গান নৃত্য করে
মজা করে শত।
.
এমনিভাবেই এমন মজা
হয় যদি নিত্য,
রইবেনা আর ভেদাভেদ
খুশি সবার চিত্ত।
বিষয়: বিবিধ
১৬০১ বার পঠিত, ৭২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয় যদি নিত্য,
রইবেনা আর ভেদাভেদ
খুশি সবার চিত্ত
আমি তো ছিঁচকে চোর। আমি কি আর দাওয়াত পামু
ছন্দ নিয়ে গাঁথছে মালা ফাতেমা আপু যে।
ছাতা হাতে ওহিদভাই
মামার সাথে যায়,
দাওয়াত পেয়ে খুশিমনে
গুনগুন গান গায়
রুমাল হাতে নিয়ে,
নাগরা পায়ে, লাজুক মুখে
করতে যাচ্ছে বিয়ে।
<:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P
হার্ট ভেঙ্গে গেলো কেনো??? কিতা সমস্যা
আমি আর দ্যা স্লেভ ভাই একসাথে দাওয়াত খাবো।
:-P
হাজির হয়ে গেলাম,
হাঁক ডাক আর ডেগের আওয়াজ,
দূরের থেকে পেলাম৷
হঠাৎ দেখি কনে'র ঘরে
হল্লা শোনা গেল,
সবাই বলে অবাক কাণ্ড,
কি হল কি হল?
শেয়াল মামী জেদ ধরেছে,
লেহঙ্গা দিতে হবে,
শাড়ী নাকি পুরানো ফ্যাশণ
ও দিয়ে না হবে৷
হেলিকপ্টার চাই যে তার
শ্বশুরবাড়ি যেতে,
এই দাবীতেই কনে'র সবাই
উঠেছে তাই মেতে৷
এতক্ষণে কনেপক্ষের
একজনকে পেলাম,
হইচইটা কমান এবার
সাফ সাফ বলে দিলাম।
কনের ল্যাগেজ খুলে দেখেন
আছে লেহেঙ্গাটা ,
গয়নাগাটি যা লাগে
পেয়ে যাবেন সবটা।
প্লেনের টিকিট দেয়া আছে
দেখুন ভালো করে,
কয়টা টিকিট লাগবে বলেন
বসুন নড়েচড়ে।
কপ্টারেতে যাইনা মোরা
ওটা পুরনোদিনের যান,
প্লেনেই মোদের আসাযাওয়া
শুনুন দিয়ে কান।
উপায় হবে কি?
ওস্তাদেরও ওস্তাদ আছে
বুঝে নিয়েছি৷
কনের পক্ষে ফেলে আমায়
ঘায়েল করে দিল,
নত হয়ে থাকা ছাড়া
উপায় কি আর বল?
শুভ কাজ সাঙ্গ হোক,
বর কণে যাক চলে,
কণের গোপন প্রেমের কথা
কেউনা জেনে ফেলে!
জানবে না কেউ সেই কথাটি
গোপনই তা রবে,
সুখী যেন হয়গো তারা
এই দুয়া করো সবে...
'কে আছ জোয়ান
হও আগুয়ান'-
করো হেথায় অমত।
ভাগ্নের বিয়ের দাওয়াত সে দিচ্ছে জনে জনে ।আর পারলাম না গুরুজী ।ধন্যবাদ গুরুজী
এমন যদি হত
সবাই মিলে সত্যিকারের
শিয়াল মামার বিয়েতে
যাওয়া যেত।
আহা কতই মজা হত।
মামুর বিয়ের খাবার খেতাম
হাপুস হুপুস করে,
কত্ত মজা হত আহা!
বোঝাই কেমন করে??
শিয়াল মামার বাড়ী হত
প্রবাসাদের পাসে।
ছুটি নিয়ে দায়াত খেতাম
মনটি উজাড় করে।
বেশিকিছু খেলে পরে
পেটে অসুখ হবে,
তখন কি আর উজাড় করে
খাদ্য খাওয়া যাবে??
বেটা শিয়ালকে নিয়ে সুন্দর কবিতা লেখার জন্য ফাতিমা মনিকে অনেক অনেক অনেক ধন্যবাদ্ ভাল থেক।
এবার বৌভাতে দাওয়াত পেলেই হয়। নইলে কিন্তু আপু
"রোদ হচ্চে বৃষ্টি হচ্চে শিয়াল মামার বিয়ে হচ্চে"- ছোট বেলা থেকে এই চুটকি টা জানি।
তয় কবিতায় কেবল রস আর রস।
আপু দুঃখিত, সেদিন তাড়াহুড়ো করে লগ আউট করেছিলাম, তাই প্রশ্নের জবাব দেরীতে দেয়া।
মন্তব্য করতে লগইন করুন