শিয়ালমামার বিয়ে

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৪ মে, ২০১৪, ০৫:৩৪:১১ বিকাল

শিয়ালমামার বিয়ে হবে

রইল সবার নিমন্ত্রণ,

সময়মত আসবে সবাই

থাকবে অনেক আয়োজন।

.

মজার মজার খাবার সব

খাব মোরা পেট পুরে,

সেই খুশিতে নাচছি আমি

সারা বনে ঘুরে ঘুরে।

.

আর একটু পরেই হবে

শিয়ালমামার বিয়ে!

শিয়ালমামী সাজছে দ্যাখ

কত্ত কিছু দিয়ে।

.

মামাও তো কম সাজেনি

শেরওয়ানী পরেছে,

মাথার উপর ঐ যে দেখ

একটি টোপর দিয়েছে।

.

জরির মালা গলায় দিয়ে

রুমাল হাতে নিয়ে,

নাগরা পায়ে, লাজুক মুখে

করতে যাচ্ছে বিয়ে।

.

বরযাত্রী হল আজি

বনের পশু যত,

হাসি গান নৃত্য করে

মজা করে শত।

.

এমনিভাবেই এমন মজা

হয় যদি নিত্য,

রইবেনা আর ভেদাভেদ

খুশি সবার চিত্ত।

বিষয়: বিবিধ

১৬০১ বার পঠিত, ৭২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217353
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৪১
165557
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। বিয়েতে আসবেন কিন্তুSmug
217358
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
ছিঁচকে চোর লিখেছেন : এমনিভাবেই এমন মজা
হয় যদি নিত্য,
রইবেনা আর ভেদাভেদ
খুশি সবার চিত্ত


আমি তো ছিঁচকে চোর। আমি কি আর দাওয়াত পামু Sad Sad Crying Crying
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৪৪
165558
ফাতিমা মারিয়াম লিখেছেন : ছিঁচকে চোরের আবার দাওয়াত লাগে??? এমনিইতো....Tongue
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
165568
ছিঁচকে চোর লিখেছেন : হু কৈছে আপনেরে। Frustrated Frustrated আমি চোর হৈলেও মানুষ ভালা। বিনে দাওয়াতে যাই না।
০৫ মে ২০১৪ সকাল ০৯:১৮
165763
ফাতিমা মারিয়াম লিখেছেন : বুজছি....Don't Tell Anyone
217373
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫০
আঁধার কালো লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... আপনার কাছ থেকে এমন পোষ্ট বেশী বেশী আশা করি ।
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫১
165561
ফাতিমা মারিয়াম লিখেছেন : তাই??? দাওয়াতে আসবেন কিন্তু!!!!
217374
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শিয়াল মামার বিয়ে হবে কাব্য লিখবে কে?
ছন্দ নিয়ে গাঁথছে মালা ফাতেমা আপু যে। Angel Angel Angel Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫৩
165563
ফাতিমা মারিয়াম লিখেছেন :
ছাতা হাতে ওহিদভাই
মামার সাথে যায়,
দাওয়াত পেয়ে খুশিমনে
গুনগুন গান গায়Tongue Rolling on the Floor
217383
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫৩
টোকাই বাবু লিখেছেন : জরির মালা গলায় দিয়ে

রুমাল হাতে নিয়ে,

নাগরা পায়ে, লাজুক মুখে

করতে যাচ্ছে বিয়ে।

Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫৪
165565
ফাতিমা মারিয়াম লিখেছেন : আহা!!!!!!! টোকাইবাবু বুঝি দাওয়াত পায়নি!!!????Broken Heart Rolling on the Floor
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২২
165572
টোকাই বাবু লিখেছেন : Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy
<:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P
Broken Heart Broken Heart Broken Heart হার্ট ভেঙ্গে গেলো কেনো??? কিতা সমস্যা
০৫ মে ২০১৪ সকাল ০৯:১৯
165764
ফাতিমা মারিয়াম লিখেছেন : টোকাইবাবু দাওয়াত পায়নি তাইCrying
217392
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ মে ২০১৪ সকাল ০৯:২৩
165765
ফাতিমা মারিয়াম লিখেছেন : বিয়েতে আসার জন্য আপনাকেও ধন্যবাদGood Luck Good Luck Good Luck
217404
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি এসব না বিয়েতে কারণ হিয়াল মামা অনেক চালাক
০৫ মে ২০১৪ সকাল ০৯:২৪
165766
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি না এসলে না এসবেনTongue তাই বলে কি মামার বিয়ে হবেনা????Rolling on the Floor
217419
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
বিদ্যালো১ লিখেছেন : chomotkar chondho. khub valo laglo.
০৫ মে ২০১৪ সকাল ০৯:২৭
165767
ফাতিমা মারিয়াম লিখেছেন : অনেকদিন পরে আপনাকে ধন্যবাদ জানানোর সুযোগ পেলামHappy
217427
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আওণ রাহ'বার লিখেছেন : শিয়াল মামার কবিতাটি চমৎকার লাগলো ।
আমি আর দ্যা স্লেভ ভাই একসাথে দাওয়াত খাবো।
Good Luck Good Luck:-P
০৫ মে ২০১৪ সকাল ০৯:২৯
165768
ফাতিমা মারিয়াম লিখেছেন : অনিয়মিত ব্লগারের দাওয়াত নাইLoser Loser Loser Shame On You Shame On You Shame On You
১০
217439
০৪ মে ২০১৪ রাত ০৮:০৩
ফেরারী মন লিখেছেন : ওলে বাবালে আপুজি দেখি দালুণ দালুণ কোপ্তে লেখতে পারে গো। জাজাকাল্লা খায়রান আপ্পি... Rose Rose
০৫ মে ২০১৪ সকাল ০৯:৩০
165769
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাল জন্যও অনেক ধন্যবাদ লইলোTongue
১১
217440
০৪ মে ২০১৪ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : পাইনি দাওয়াত তবুও আমি
হাজির হয়ে গেলাম,
হাঁক ডাক আর ডেগের আওয়াজ,
দূরের থেকে পেলাম৷
হঠাৎ দেখি কনে'র ঘরে
হল্লা শোনা গেল,
সবাই বলে অবাক কাণ্ড,
কি হল কি হল?
শেয়াল মামী জেদ ধরেছে,
লেহঙ্গা দিতে হবে,
শাড়ী নাকি পুরানো ফ্যাশণ
ও দিয়ে না হবে৷
হেলিকপ্টার চাই যে তার
শ্বশুরবাড়ি যেতে,
এই দাবীতেই কনে'র সবাই
উঠেছে তাই মেতে৷


০৫ মে ২০১৪ সকাল ১১:৪৬
165795
ফাতিমা মারিয়াম লিখেছেন :

এতক্ষণে কনেপক্ষের
একজনকে পেলাম,
হইচইটা কমান এবার
সাফ সাফ বলে দিলাম।

কনের ল্যাগেজ খুলে দেখেন
আছে লেহেঙ্গাটা ,
গয়নাগাটি যা লাগে
পেয়ে যাবেন সবটা।

প্লেনের টিকিট দেয়া আছে
দেখুন ভালো করে,
কয়টা টিকিট লাগবে বলেন
বসুন নড়েচড়ে।

কপ্টারেতে যাইনা মোরা
ওটা পুরনোদিনের যান,
প্লেনেই মোদের আসাযাওয়া
শুনুন দিয়ে কান।
০৬ মে ২০১৪ রাত ০৪:২৮
166079
শেখের পোলা লিখেছেন : এবার আমি ফেঁসে গেছি,
উপায় হবে কি?
ওস্তাদেরও ওস্তাদ আছে
বুঝে নিয়েছি৷
কনের পক্ষে ফেলে আমায়
ঘায়েল করে দিল,
নত হয়ে থাকা ছাড়া
উপায় কি আর বল?
শুভ কাজ সাঙ্গ হোক,
বর কণে যাক চলে,
কণের গোপন প্রেমের কথা
কেউনা জেনে ফেলে!
০৭ মে ২০১৪ বিকাল ০৪:০৩
166564
ফাতিমা মারিয়াম লিখেছেন :


জানবে না কেউ সেই কথাটি
গোপনই তা রবে,
সুখী যেন হয়গো তারা
এই দুয়া করো সবে...
১২
217473
০৪ মে ২০১৪ রাত ০৯:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মুখ দিয়ে শুধু বের হল- চমৎকার!!!
০৫ মে ২০১৪ সকাল ১১:৪৭
165796
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার সাথে অমত কার?Tongue
০৭ মে ২০১৪ দুপুর ১২:৩৫
166458
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সাহস কে দেখাবে আবার অমত হওয়ার?
০৭ মে ২০১৪ দুপুর ০১:১৮
166476
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'কে আছ জোয়ান
হও আগুয়ান'-
করো হেথায় অমত।


০৭ মে ২০১৪ দুপুর ০২:১৫
166508
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যেখানে সেখানে শুধু জোয়ান দের ডাক। যুবতীদের কেউ ডাকে না কেন? হাহাহা
১৩
217479
০৪ মে ২০১৪ রাত ০৯:২৮
নিমু মাহবুব লিখেছেন : লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
০৫ মে ২০১৪ সকাল ১১:৪৮
165797
ফাতিমা মারিয়াম লিখেছেন : দুয়া করতে থাকেন....Praying
১৪
217536
০৫ মে ২০১৪ রাত ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিয়ালের চামড়া বেশ দাম আছে।
০৫ মে ২০১৪ সকাল ১১:৪৮
165798
ফাতিমা মারিয়াম লিখেছেন : হায় হায়!!! মামুর চামড়া দিয়ে কি করবেন???
১৫
217545
০৫ মে ২০১৪ রাত ১২:৫২
আফরা লিখেছেন : শিয়াল মামার খালা মনি আমার গুরুজী ।
ভাগ্নের বিয়ের দাওয়াত সে দিচ্ছে জনে জনে ।আর পারলাম না গুরুজী ।ধন্যবাদ গুরুজী
০৫ মে ২০১৪ সকাল ১১:৪৯
165799
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওহে জুনিয়র!!! তোমাকে শিখাব আমি ছন্দকথার শব্দজালTongue
১৬
217584
০৫ মে ২০১৪ রাত ০৩:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন :
এমন যদি হত
সবাই মিলে সত্যিকারের
শিয়াল মামার বিয়েতে
যাওয়া যেত।
আহা কতই মজা হত।
০৫ মে ২০১৪ সকাল ১১:৫২
165800
ফাতিমা মারিয়াম লিখেছেন :



মামুর বিয়ের খাবার খেতাম
হাপুস হুপুস করে,
কত্ত মজা হত আহা!
বোঝাই কেমন করে??
১৭
217976
০৬ মে ২০১৪ রাত ০৩:১৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : এম যদি হত
শিয়াল মামার বাড়ী হত
প্রবাসাদের পাসে।
ছুটি নিয়ে দায়াত খেতাম
মনটি উজাড় করে।

০৭ মে ২০১৪ দুপুর ০১:২১
166479
ফাতিমা মারিয়াম লিখেছেন :


বেশিকিছু খেলে পরে
পেটে অসুখ হবে,
তখন কি আর উজাড় করে
খাদ্য খাওয়া যাবে??Tongue Tongue Tongue
১৮
218086
০৬ মে ২০১৪ দুপুর ০২:৪৯
বিন হারুন লিখেছেন : শিয়াল যদি মামা হয়, ভাঘ তাহলে কি নানা হবে? যাকগে কবিতাটা বেশ সুন্দর লেগেছে
০৮ মে ২০১৪ সকাল ১০:৪৩
166829
ফাতিমা মারিয়াম লিখেছেন : কেমন আছেন শিয়াল মামার ভাগনে ও বাঘ নানার নাতি???
০৮ মে ২০১৪ দুপুর ১২:০৪
166845
বিন হারুন লিখেছেন : হা-হা উনি ভাল আছেন, ১০.৪৩ টায় আমার মন্তব্যের জবাব দিয়েছিলেন.Good Luck
০৮ মে ২০১৪ বিকাল ০৪:০৯
166913
ফাতিমা মারিয়াম লিখেছেন : তাই?!!!Rolling on the Floor
১৯
218245
০৬ মে ২০১৪ রাত ০৮:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : আপু,শিয়ালমামার বিয়ে দিয়ে আপনার বেলতলার যাত্রাটা তাহলে এবার সফল হল Tongue Angel অভিনন্দন আপনাকে Rose Rose Love Struck
০৮ মে ২০১৪ সকাল ১০:৪৪
166830
ফাতিমা মারিয়াম লিখেছেন : অবশেষে শেয়াল দিয়ে যাত্রা শুরু??? এই যাত্রা কোন বৃত্তে গিয়ে শেষ হবে??? It Wasn't Me!Winking
২০
218292
০৬ মে ২০১৪ রাত ১০:১৮
সালমা লিখেছেন : দা্ওয়াত কবুল.......
বেটা শিয়ালকে নিয়ে সুন্দর কবিতা লেখার জন্য ফাতিমা মনিকে অনেক অনেক অনেক ধন্যবাদ্ ভাল থেক।
০৮ মে ২০১৪ সকাল ১০:৪৬
166832
ফাতিমা মারিয়াম লিখেছেন : দাওয়াত কবুল করার জন্য আপনাকে ধন্যবাদ...।
২১
218402
০৭ মে ২০১৪ সকাল ১১:১৭
নিভৃত চারিণী লিখেছেন : শিয়াল মামার বিয়ে তো হয়ে গেলো দাওয়াত পেলাম না Worried
এবার বৌভাতে দাওয়াত পেলেই হয়। নইলে কিন্তু আপু Shame On You Eat
০৮ মে ২০১৪ সকাল ১০:৪৭
166833
ফাতিমা মারিয়াম লিখেছেন : বিয়ের দাওয়াত দিয়েইত এই লেখাটা শুরু করলামFrustrated Crying
২২
218501
০৭ মে ২০১৪ দুপুর ০২:০৩
আবু বকর সিদ্দিক লিখেছেন : চমৎকার, ধন্যবাদ
০৮ মে ২০১৪ সকাল ১০:৪৭
166834
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck
২৩
218581
০৭ মে ২০১৪ বিকাল ০৪:০৫
আহমদ মুসা লিখেছেন : আমি দাওয়াতে আসলাম সবার পড়ে। আমার জন্য কি কিছু অবশিষ্ট্য আছে?
০৮ মে ২০১৪ সকাল ১০:৪৮
166835
ফাতিমা মারিয়াম লিখেছেন : অবশ্যই আছে.......পেটভরে খেয়ে যানHappy
২৪
218607
০৭ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
আহ জীবন লিখেছেন : কই সেদিন তো দিনে রোদ-বৃষ্টি একসাথে দুটোই হইছে মনে পরেনা।

"রোদ হচ্চে বৃষ্টি হচ্চে শিয়াল মামার বিয়ে হচ্চে"- ছোট বেলা থেকে এই চুটকি টা জানি।

তয় কবিতায় কেবল রস আর রস।
০৮ মে ২০১৪ সকাল ১০:৫০
166836
ফাতিমা মারিয়াম লিখেছেন : এটাতো রোদ বৃষ্টির ছড়া নয়, শিয়ালমামার বিয়ের ছড়াHappy
২৫
218747
০৭ মে ২০১৪ রাত ০৮:৪৯
পবিত্র লিখেছেন : আমার আসতে একটু লেট হয়ে গেছে। মনে হয় কিচ্ছু নাই আমার জন্যে। Sad Broken Heart
০৮ মে ২০১৪ সকাল ১০:৫১
166837
ফাতিমা মারিয়াম লিখেছেন : সবকিছু আছে.......তবে একটা কথা-'এতদিন কোথায় ছিলেন?'
১৩ মে ২০১৪ রাত ১১:৩৪
168694
পবিত্র লিখেছেন : এইতো আছি,মাঝে মাঝে ব্যস্ততায় ঘিরে ধরে এ আরকি!!
আপু দুঃখিত, সেদিন তাড়াহুড়ো করে লগ আউট করেছিলাম, তাই প্রশ্নের জবাব দেরীতে দেয়া।
২৬
218794
০৮ মে ২০১৪ রাত ১২:০৪
নিলা পাথর লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।
০৮ মে ২০১৪ সকাল ১০:৫১
166838
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
২৭
218804
০৮ মে ২০১৪ রাত ১২:৩৫
ধ্রুব নীল লিখেছেন : দারুন...
০৮ মে ২০১৪ সকাল ১০:৫১
166839
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম....
২৮
218871
০৮ মে ২০১৪ রাত ০৪:৫৩
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। বিয়ে নয় যেন কবিতার আ্ডডা। খুব ভাল লেগেছে গো কবি। শিয়াল মামার বিয়েতে আয়োজনহীন নিমন্ত্রন। ভালই । ডিজিাল বিয়ে। ধন্যবাদ।
০৮ মে ২০১৪ সকাল ১০:৫৩
166840
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার ই-যুক্ত ভালো গ্রহণ করলামCrying
২৯
221393
১৪ মে ২০১৪ দুপুর ০১:৫৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : শিয়াল আবার মামা হলো কবে? ওতো আজীবন ভাগ্নে ছিল।
১৭ মে ২০১৪ বিকাল ০৪:১৫
169924
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভাগ্নেরাওতো একদিন মামা হয়Tongue Smug
৩০
221550
১৪ মে ২০১৪ রাত ০৮:০৮
নিলা পাথর লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ।
১৭ মে ২০১৪ বিকাল ০৪:১৪
169923
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ দিলামHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File