কাঙ্খিত বিজয়
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৬ ডিসেম্বর, ২০১৩, ১০:৩২:৫৮ সকাল
কিসের উৎসব? কেন উল্লাস?
কাঙ্খিত বিজয় পেয়েছি কি মোরা?
চারিদিকে শোন! হাহাকার ধ্বনি।
কোন বেদনায় কাঁদে আজ ওরা?
.
চেয়ে দেখ! অবিচার আর অত্যাচারে
ওষ্ঠাগত প্রাণ মজলুমের,
তার কাছে গিয়ে শোনাবে কি তুমি
আনন্দ-উল্লাস এই দিবসের?
.
এ দিবস নয় তাহার তরে
যার ঘরে আজ অন্ন নাই,
কেন তবে কর এই উপহাস?
প্রতিবাদ আমি জানাতে চাই।
.
জানি; আমার এই প্রতিবাদে
ক্ষয়ে যাবেনা চেতনা তোমার।
তবুও আমি বলেই যাব
যতই হও নির্বিকার।
.
অথবা তুমি প্রদান কর
ফুলের মালা শহীদ মিনারে,
অভিব্যক্তি জানাই আমি
একরাশ ঘৃণা আর ধিক্কারে।
.
হাসিমুখে তুমি শ্লোগান তোল
সেথায় আমি পাইনাতো প্রাণ,
আমি গেয়ে যাই দৃপ্তকণ্ঠে
নিপীড়িত মজলুমের গান।
.
তোমার জন্য ফ্ল্যাশ লাইট জ্বলে
আমার জন্য চাইনা যে তা,
আমি থাকবো হৃদয়ে সবার
হতে চাই আমি আলোর বারতা।
.
চলে এসো আজ সবার কাতারে
দেখবে হেথায় আছে আশা,
বেঁচে থাকার উচ্ছ্বাস আছে
আছে মানুষের জন্য ভালোবাসা।
.
একসাথে যদি এগিয়ে চলি
দেখে নিও আসবে আসল বিজয়,
থাকবেনা কোন গ্লানি, বিদ্বেষ
সকল দুঃখ হবে ক্ষয়।
.
বিষয়: বিবিধ
২০৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখে নিও আসবে আসল বিজয়,
থাকবেনা কোন গ্লানি, বিদ্বেষ
সকল দুঃখ হবে ক্ষয়।
এখনও অপেক্ষায় আছি একটি কাঙ্কখিত বিজয়ের, প্রকৃত স্বাধীনতার । অনেক ধন্যবাদ আপু ।
মন্তব্য করতে লগইন করুন