মুত্তাফাকুন আলাইহি-২১
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২১ নভেম্বর, ২০১৩, ০১:২৮:১৩ দুপুর
সুন্নাতের হেফাজত ও তদানুযায়ী আমল করা-২
৭১) হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, (একদা) রাসূলে আকরাম ﷺ আমাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দান প্রসঙ্গে বললেন, ‘হে জনমণ্ডলী! তোমাদেরকে আল্লাহর সামনে নগ্ন পায়ে উলঙ্গ শরীরে খাতনা না দেয়া অবস্থায় জড়ো করা হবে। ‘
আল্লাহ বলেছেন, ‘আমি প্রথমবার যেমন (তোমাদের) সৃষ্টি করেছি, তেমনিভাবে আবার সৃষ্টি করবো। এটা আমার প্রতিশ্রুতি এবং আমি এ প্রতিশ্রুতি রক্ষা করবোই।’
(সূরা আম্বিয়াঃ ১০৩)
জেনে রাখো, কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। সাবধান! আমার উম্মতের কিছু লোককে এনে বাম দিকে (দোযখের দিকে) টেনে নিয়ে যাওয়া হবে। আমি নিবেদন করবো, ‘হে আমার প্রভু! এরা তো আমার সাহাবী।’
তখন বলা হবে,’ তুমি জানো না, তোমার পর এরা কি কি নতুন নতুন কাজ করেছে।’
আমি তখন ঈসা আলাইহিস সালাম এর মতো বলবো, ‘আমি যতদিন তাদের মধ্যে ছিলাম, তাদের ওপর সাক্ষ্য দানকারী হয়েই ছিলাম।
(সূরা মায়েদাঃ ১১৭-১১৮)
তখন আমাকে বলা হবে, ‘তুমি যখন তাদের কাছ থেকে বিদায় নিয়েছো, তখন তারা তোমার দ্বীন ছেড়ে দূরে সরে গেছে।’
৭২) হযরত আবু সাঈদ আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ শাহাদাত আঙ্গুল ও বৃদ্ধাঙ্গুলের মাঝখানে পাথর খণ্ড রেখে নিক্ষেপ করতে বারণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এ কাজে কোনো শিকারও মারা পড়ে না, শত্রুও নিপাত হয় না; বরং এটা চোখ ফুঁড়ে দেয় এবং দাঁত ভেঙ্গে দেয়। ‘
অপর এক রেওয়ায়েতে বলা হয়েছে, আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল রাদিয়াল্লাহু আনহুর জনৈক নিকটাত্মীয় কোনো এক ব্যক্তিকে পাথর মেরেছিল। আবদুল্লাহ তাকে বারণ করেন এবং বলেন, রাসূলে আকরাম ﷺ এভাবে পাথর ছুড়তে বারণ করেছেন এবং বলেছেন, ‘এভাবে শিকার মরে না। ‘
লোকটি পুনর্বার একই কাজ করলো। এতে বিরক্ত হয়ে আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল রাদিয়াল্লাহু আনহু বললেন,’ আমি তোমাকে বলছি যে, রাসূলে আকরাম ﷺ এভাবে মারতে নিষেধ করেছেন, তবুও তুমি মারছো! আমি তোমার সঙ্গে কখনও কথা বলবো না।’
৭৩) আবিস ইবনে রাবিয়া বর্ণনা করেন, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হাজরে আস্ওয়াদ এ চুমু দিতে দেখেছি। তিনি বলতেন,’ আমি জানি যে, তুমি এক খণ্ড পাথর মাত্র; তুমি কোনো উপকারও করতে পারো না বা অপকারও করতে পারো না। আমি যদি রাসূলে আকরাম ﷺকে তোমায় চুমু দিতে না দেখতাম, তাহলে তোমায় আমি চুমু দিতাম না।’
[বুখারী ও মুসলিম]
.
[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং যথাক্রমে ১৬৫,১৬৬ ও ১৬৭ ]
.
.
মুত্তাফাকুন আলাইহি-২০
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন