মুত্তাফাকুন আলাইহি-২০
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১০ নভেম্বর, ২০১৩, ১১:১২:৪৭ সকাল
সৎ কাজে সদা সক্রিয় ও তৎপর থাকতে হবে
৬৬) হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে ‘আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘হে আবদুল্লাহ! (তুমি) অমুক লোকের মতো হয়ো না যে রাতে ইবাদত করতো। তারপর তা সে ছেড়ে দিয়েছে।’
.
সুন্নাতের হেফাজত ও তদানুযায়ী আমল করা-১
৬৭) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, 'আমি তোমাদের কাছে যেসব খুঁটিনাটি বর্ণনা ত্যাগ করেছি। সেসব বিষয় আমাকে ছেড়ে দাও। তোমাদের পূর্বেকার লোকেরা তাদের অতিরিক্ত প্রশ্ন ও নবীদের ব্যাপারে বিতর্কের কারণে ধ্বংস হয়ে গেছে। কাজেই আমি যখন কোনো কিছু বারণ করি, তখন তোমরা সেটা থেকে বিরত থাকো। আর যখন আমি তোমাদেরকে কোনো কিছুর আদেশ করি তখন সেটা সাধ্যমতো পালন করো।
৬৮) হযরত আবু আবদুল্লাহ নু’মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন,’আমি রাসূলে আকরাম ﷺকে বলতে শুনেছি, ‘তোমারা নামাযের কাতার সোজা করো নতুবা আল্লাহ তোমাদের পরস্পরের চেহারের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেবেন। অর্থ্যাৎ পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে শত্রুতা ও বিরোধের সৃষ্টি হয়ে যাবে।'
৬৯) হযরত আবু মূসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 'একদা মদীনার কোন একটি বাড়ীতে গভীর রাতে আগুন লেগে গেল এবং এর ফলে সংশ্লিষ্ট পরিবারের লোকদের অনেক ক্ষয়-ক্ষতি হলো। এ কথা রাসূলে আকরাম ﷺকে জানানো হলে তিনি বললেন, ‘এই আগুন হচ্ছে তোমাদের ভয়ানক শত্রু। কাজেই তোমরা ঘুমানোর সময় এটাকে নিভিয়ে দাও।’
৭০) হযরত আবু মূসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘ আল্লাহ আমাকে যে জ্ঞান ও সত্য পথসহ (দুনিয়ায়) পাঠিয়েছেন, তার উপমা বৃষ্টির মতো। বৃষ্টির পানি কোনো ভালো জমিতে পড়লে জমির উর্ব্বর অংশ তা শুষে নেয় এবং নতুন নতুন তাজা ঘাস জন্মায়। অপরদিকে জমির শুকনো অংশে বৃষ্টির পানি আটকে থাকে এবং আল্লাহ তার দ্বারা মানুষের উপকার করেন। তারা সেখান থেকে পানি তুলে নিয়ে পান করে এবং তা দিয়ে জমিতে সেচকার্য চালায় এবং ফসল উৎপাদন করে। জমির আর এক অংশ থাকে ঘাসহীন অনুর্বর, সেখানে পানিও আটকায় না, ঘাসও জন্মায় না। এটা হলো সেই লোকের উপমা, যে আল্লাহর দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান লাভ করে এবং আল্লাহ যা কিছু দিয়ে আমায় পাঠিয়েছেন তা থেকে উপকৃত হয়। এভাবে সে নিজেও জ্ঞান অর্জন করে এবং অপরকেও জ্ঞান দান করে। অপরদিকে শেষোক্ত দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির যে দ্বীনী জ্ঞানের দিকে ভ্রুক্ষেপও করে না এবং আল্লাহর যে বিধানসহ আমায় পাঠানো হয়েছে তা সে গ্রহণও করে না। ‘
[বুখারী ও মুসলিম]
.
[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং যথাক্রমে ১৫৪, ১৫৬,১৬০,১৬১ ও ১৬২ ]
.
.
মুত্তাফাকুন আলাইহি-১৯
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন