ছন্দময় রূপকথা

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৬ অক্টোবর, ২০১৩, ০৬:৩৬:৪৩ সন্ধ্যা





মিথ্যাবাদী রাখাল বালক

*************************


রাখাল বালক মেষ চরাতে

বনের ধারে যায়,

দুষ্টুমি খুব করতে তাহার

নিত্য মনে চায়।

.

চেঁচিয়ে সে বলে উঠে,

'বাঘ এলো, বাঘ এলো!

বাঁচাও সবাই আমায় এসে

প্রাণ বুঝি মোর গেলো।'

.

আশেপাশের সকল রাখাল

ছুটে সেথায় আসে,

সকলকে সে ধোঁকা দিয়ে

খিলখিলিয়ে হাসে।

.

প্রতিদিনই এই ছলনা

করে সবার সনে,

সকল রাখাল রেগে গিয়ে

ফুঁসে আপন মনে।

.

এইভাবেই চলতে থাকে

রাখাল ছেলের ধোঁকা,

নিজেকে সে চালাক ভাবে

অন্যদেরকে বোকা।

.

একদিন এক বাঘ এসে

দেয় থাবা তার গায়,

চিৎকারে তার কেউ আসেনা

মিথ্যা ভেবে হায়!

.

এমনি করেই জীবন গেলো

রাখাল বালকের,

মিথ্যা বলার সাজা পেলো

পেটে গেল বাঘের।

.

.

ছন্দময় ঈশপ

বিষয়: বিবিধ

১৬৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File