মুত্তাফাকুন আলাইহি-১৬
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০২ অক্টোবর, ২০১৩, ০৯:৪২:৩৯ সকাল
উত্তম/কল্যাণকর কাজ -১
.
.
৫২) হযরত আবু যার জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! কোন্ কাজটি সব চাইতে উত্তম?’
তিনি বললেন, ‘আল্লাহর প্রতি ঈমান রাখা এবং তাঁর পথে জিহাদ করা।’
আমি জিজ্ঞেস করলাম, ‘কোন্ গোলাম মুক্ত করা উত্তম?’
তিনি বললেন, ‘যে গোলাম তার মালিকের নিকট বেশি প্রিয় এবং যার মূল্যও বেশি।’
আমি জিজ্ঞেস করলাম, ‘আমি যদি (দারিদ্র্যের কারণে) এ কাজ করতে সক্ষম না হই?’
তিনি বললেন,‘কোনো কারিগরকে সাহায্য করবে অথবা এমন কোনো লোককে কাজটি শিখিয়ে দেবে, যে তা জানেনা।’
আমি জানতে চাইলাম, ‘হে আল্লাহর রাসূল! আপনি কি মনে করেন, আমি যদি এই কাজও না করতে পারি?’
তিনি বললেন, ‘মানুষের ক্ষতি সাধন থেকে দূরে থাকো। কেননা সেটাও এমন একটা সদ্কা, যা তোমার পক্ষ থেকে তোমারই ওপর আরোপিত হয়।’
৫৩) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন,‘সূর্যোদয় হয় এমন প্রতিটি দিন মানব দেহের প্রতিটি জোড়া তথা গ্রন্থির ওপর সাদকা ওয়াজিব হয়। তুমি দু’টি মানুষের মধ্যে যে ন্যায়বিচার করো, তা সাদাকা। তুমি মানুষকে তার ভারবাহী পশুর ওপর চড়িয়ে দিয়ে কিংবা তার ওপর মালপত্র তুলে দিয়ে যে সাহায্য করো, তাও সাদাকা। (এমনিভাবে) কাউকে ভালো কথা বলাও সাদাকা। নামাযের দিকে যাওয়ার সময় তোমার প্রতিটি পদক্ষেপ সাদাকা। রাস্তা থেকে তুমি যে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেল, তাও সাদাকা।
৫৪) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন,’ যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তার জন্যে জান্নাতে সকালে বা সন্ধ্যায় মেহমানদারির ব্যবস্থা করেন।’
৫৫) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘হে মুসলিম নারীগণ! কোন মহিলা যেন তার প্রতিবেশী মহিলাকে হাদিয়া বা সাদাকা দিতে অবজ্ঞা না করে, এমনকি তা ছাগলের খুর হলেও।’
৫৬) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺবলেছেন, ‘ঈমানের সত্তরের কিছু বেশি কিংবা ষাটের কিছু বেশি শাখা আছে; তার মধ্যে সর্বোত্তম হলো ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ বলা আর নিম্নতম হলো (চলাচলের) পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জাও ঈমানের একটি শাখা।’
.
[বুখারী ও মুসলিম]
.
[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং যথাক্রমে ১১৭, ১২২, ১২৩, ১২৪ ও ১২৫]
.
মুত্তাফাকুন আলাইহি-১৫
বিষয়: বিবিধ
১৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন