দাজ্জাল ও ক্বিয়ামাতের নিদর্শনের বর্ণনা -২

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২২ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:২৫:৫০ বিকাল

হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আ’স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, 'আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে এবং সে চল্লিশ পর্যন্ত অবস্থান করবে।'

বর্ণনাকারী বলেন, 'নবী করীম চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর বলেছেন তা আমার মনে নেই।'

'এরপর আল্লাহ তায়ালা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন। এরপর মানুষ সাত বছর এমনভাবে কাটাবে যে দু’জনের মধ্যেও কোন রকম শত্রুতা থাকবে না। মহান ও সর্বশক্তিমান আল্লাহ শামের দিক গতে একটি শীতল বায়ু প্রবাহিত করবেন। ফলে দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি অবশিষ্ট থাকবে না যার মধ্যে সামান্য পরিমাণ সৎকাজের আগ্রহ বা ঈমান রয়েছে; বরং এ প্রকারের সকল ব্যক্তিদের রূহ কবজ করবে। এমন কি কোন ব্যক্তি যদি পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে বায়ু সেখানে গিয়ে তাদের রূহ কবজ করবে। এরপর শুধু দৃষ্কৃতকারীরাই বেঁচে থাকবে। তারা যৌনতা ও কুপ্রবৃত্তির বেলায় পাখির মত এবং জুলুম অত্যাচারের বেলায় হিংস্র জন্তুর মত হবে। তারা পুণ্য কর্ম বলতে কিছুই করবে না এবং খারাপ কাজ বলতে কোনটাই না করে ছাড়বে না।

শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে আসে বলবে, 'তোমরা কি আমার কথা মানবে?'

তারা বলবে, 'তুমি আমাদের কি কাজ করতে বল?'

তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার নির্দেশ দেবে। মূর্তি পূজা চলাকালীন সময়ে তাদের খাদ্য দ্রব্যের বৃদ্ধি পেতে থাকবে; জীবনটা অত্যন্ত বিলাসী ও আনন্দ উল্লাসময় হবে। এরপর শিংগায় ফুঁ দেয়া হবে। যে ব্যক্তি শিংগার শব্দ শুনতে পাবে, সে ঘাড় বাঁকিয়ে সে দিকে তাকাবে এবং ঘাড় উঠাবে। সর্বপ্রথম যে ব্যক্তি আওয়াজ শুনতে পাবে সে তখন তার উটের পানির চৌবাচ্চা পরিস্কার করতে থাকবে। এরপর সে অজ্ঞান হয়ে পড়বে এবং তার আশে পাশের লোকজনও অজ্ঞান হয়ে যাবে। এরপর মহান আল্লাহ শিশির বিন্দুর ন্যায় বৃষ্টি প্রেরণ করবেন।

অথবা তিনি বলেছেন, 'মুষলধারে বৃষ্টি অবর্তীণ করবেন। এর প্রভাবে মানবের শরীর গঠিত হয়ে উঠবে। পরে দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁ দেয়া হবে। তখন সকল মানুষ উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকাতে থাকবে। তখন বলা হবে,' হে লোক সকল! তোমাদের রবের কাছে এসো।'

এরপর (হুকুম দেয়া হবে) 'তাদের দাঁড় করাও।'

কেননা, তাদের পুংখানুপুংখরূপে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর বলা হবে, 'এদের হতে দোযখের অংশটি বের করে ফেল।'

বলা হবে, 'কি পরিমাণ?'

বলা হবে, 'প্রতিহাজারে নয়শ নিরানব্বই জন (একজন মাত্র বেহেশতী) ।'

এটাই সেই দিন তরুন বালক বৃদ্ধ হয়ে যাবে। সে দিন সব কিছু স্পষ্ট করে উপস্থাপন করা হবে।

(মুসলিম)

.

.

[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং - ১৮১২]

দাজ্জাল ও ক্বিয়ামাতের নিদর্শনের বর্ণনা -১

বিষয়: বিবিধ

২৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File