ছন্দে ছন্দে আল কুরআন -২৮
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৯:১১ সকাল
দুনিয়ার মোহ
****************
.
দুনিয়ার স্বার্থ বেশি বেশি লাভ করার মোহ,
প্রতিযোগিতায় তোমাদের রেখেছে আচ্ছন্ন (আছে কি কোন সন্দেহ?)
.
গাফেল করেছে তোমাদেরকে বেশি পাওয়ার লোভ,
এ অবস্থায়ই কবরে পৌঁছে যাও (হও না নির্লোভ)।
.
কখনোইনা! শীঘ্রই তোমরা জানতে পারবে,
আবার শোন! কখনোইনা!! সেই কথা তোমরা জানবে।
.
কখনোইনা!!! তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে,
এ হেন আচরণের কি পরিণাম! তবে প্রভুর কথা মানতে!!
.
জাহান্নামের আগুন তোমরা অবশ্যই চোখে দেখবে।
আবার শোন! তোমরা তা দেখবেই নিশ্চিতভাবে!!
.
প্রভুর দেয়া নিয়ামতরাজি যা ভোগ করেছ ভবে,
তার সম্পর্কে তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।
.
[ আত তাকাসুর ]
.
.
ছন্দে ছন্দে আল কুরআন -২৭
.
.
[আমি যখন 'সোনার বাংলাদেশ ব্লগ' এ ব্লগিং করা শুরু করি তখন কয়েকটি পোস্ট দেয়ার পরও প্রথম পাতার সুযোগ পাচ্ছিলাম না। মন বেশ খারাপ হয়ে গিয়েছিলো। আমি ৬/৭টা পোস্ট দিয়েছিলাম। ঐ পোস্টগুলো ছিল হাদিসের, সুরা আল মাউনের দারস এবং আরও ২/১টি পোস্ট। ফিডব্যাক এ যোগাযোগ করার পর আমাকে জানানো হল সৃজনশীল লেখা দিতে হবে। আমি তৎক্ষণাৎ সুরা আত তাকাসুর এর ভাবানুবাদ অবলম্বনে একটি কবিতা লিখে ফেলি। এবং তারপর আরেকটি লিখা দেয়ার পর প্রথম পাতার সুবিধা পাই।
তখন আমি অনুবাদের ক্ষেত্রে আল কুরআন থেকে সরাসরি আয়াতভিত্তিক অর্থ গ্রহণ করিনি। আমার সেই পোস্টএ দুইজন ভাই আমাকে পরামর্শ দিলেন যে অর্থের দিক যেন খেয়াল রাখি। তাই আমি এখন আবারও নতুন করে চেষ্টা করেছি অনুবাদ করতে। প্রথম সেই লেখাটি রাখবো কি না তাও বুঝতে পারছিনা!!!]
বিষয়: বিবিধ
২১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন