মুত্তাফাকুন আলাইহি-১৩

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩৯:৪০ সকাল

চেষ্টা-সাধনা-১

.

.

৪৪) উম্মুল মু’মিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলে আকরাম রাতের বেলা এত বেশি ইবাদত করতেন যে, তার ফলে তাঁর পবিত্র পদযুগল পর্যন্ত ফুলে ফেটে যেত। একদিন আমি তাঁকে বললাম, ‘হে আল্লাহর রাসূল! আপনি এত কষ্ট করছেন কেন, আল্লাহ তো আপনার অতীত ও ভবিষ্যতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন।’

তিনি বললেন,’ তাই বলে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করবো না?’

.

৪৫) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম বলেন,’ জাহান্নামকে লোভনীয় জিনিস দ্বারা আড়াল করে রাখা হয়েছে। আর জান্নাতকে রাখা হয়েছে দুঃখ কষ্টের আড়ালে।’

.

৪৬) হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,’ একরাতে আমি রাসূলে আকরাম এর সাথে নামায আদায় করেছি। তিনি নামাযে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। এমনকি, (তখন) আমি একটা খারাপ কাজের ইচ্ছা করলাম।’

এ কথায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে, ‘কি খারাপ কাজের ইচ্ছা করেছিলে?’

তিনি বললেন, ‘আমি নামায ছেড়ে দিয়ে বসে পড়ার ইচ্ছা করেছিলাম।’

.

৪৭) হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম বলেন, ‘মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে। তার পরিবার, তার ধন-মাল এবং তার আমল (বা কাজ) তারপর দু’টি জিনিস ফিরে আসে, তার পরিবার ও ধন-মাল। আর সঙ্গে থেকে যায় তার আমল।’

[বুখারী ও মুসলিম]

.

.

[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং যথাক্রমে ৯৮, ১০১, ১০৩ ও ১০৪]

.

.

মুত্তাফাকুন আলাইহি-১২

বিষয়: বিবিধ

২১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File