ছন্দে ছন্দে আল হাদিস-১২
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৯ আগস্ট, ২০১৩, ০৯:২০:২০ রাত
সঠিক তাওবা
*******************
.
আবু সাইদ সাদ (রা) করেছেন বর্ণনা,
রাসুল ﷺ বলেছেন এক পূর্ব কালের ঘটনা।
এক লোক খুন করেছিলো নিরানব্বই জন মানুষ,
এতগুলো মানুষ খুন করার পর হলো তার হুঁশ।
.
এত বড় পাপ! এর কি কোন ক্ষমা আছে?
এর সমাধান জানতে যায় এক দরবেশের কাছে।
দরবেশের কাছে গিয়ে বলে সে, 'এত খুন করেছি আমি,
কি কাজ করলে ক্ষমা করবেন আমার অন্তর্যামী।'
.
দরবেশ তাকে হতাশ করে বলে দিলো, 'হে শোন,
এত পাপ তুমি করেছ, এর ক্ষমা নাই কোন।'
ক্ষোভে, দুঃখে সেই লোক এই দরবেশকেও খুন করে,
একশত সংখ্যা পূর্ণ হলো; কি করবে ভেবে মরে!
.
এরপর সে পায় এক আলীমের সন্ধান,
তার কাছে গিয়ে শুধায়, 'আমি কি করে পাব পরিত্রাণ।
খুন করেছি আমি শতজন মানুষ এখন কি করি হায়!'
আলীম বলেন, 'তাওবার দরজা খোলা আছে, আছে এক উপায়।
.
চলে যাও তুমি 'অমুক স্থানে', কর আল্লাহ্র ইবাদাত,
সেই স্থানের কিছুলোক করে আল্লাহর ইবাদাতে দিনাতিপাত।
ফিরে যেওনা নিজদেশে তুমি, জায়গাটা ভালো নয়।'
অর্ধেক পথ গেলো সে, মৃত্যু হলো তার এমন সময়।
.
রহমাতের ফেরেশতাগণ তার প্রাণ নিতে চায়,
আযাবের ফেরেশতা বাধা দিয়ে বলে, 'দিয়ে দাও তাকে আমায়।
ভালো কাজ কভু করেনিতো সে আমরাই তাকে নেব।'
রহমাতের ফেরেশতা বলে, 'কিভাবে একে তোমাদের কাছে দেব?'
.
তাওবা করে এসেছিলো সে আল্লাহ্র পথে ফিরে,
তুলে দেবনা তোমাদের হাতে, নিয়ে যাব মোরা তারে।'
এমন সময় আরেক ফেরেশতা মানুষের রূপ ধরে
আসে সেইখানে। এসেই এই বিরোধের এক ফায়সালা করে।
.
বলেন তিনি, 'উভয় দিকের দূরত্ব মেপে নাও,
নিকটবর্তী যেই দিক হবে সেই দিকে তাকে দাও।'
ভালো স্থানের নিকটবর্তী তাকে পাওয়া গেলো,
তাই রহমতের ফেরেশতারা তার প্রাণ নিয়ে নিলো।
.
বুখারী ও মুসলিম এই হাদিসটি সংগ্রহ করেছেন,
তাওবা করার তাওফিক যেন আল্লাহ্ মোদের দেন।
.
ছন্দে ছন্দে আল হাদিস-১১
বিষয়: বিবিধ
২৭৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন