ছন্দে ছন্দে আল কুরআন -২৭

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৪ আগস্ট, ২০১৩, ১২:২২:০৭ দুপুর

















মূমীন ও কাফিরের পরিণাম

*******************************


.

মানবজাতি! ইবাদাত কর তোমাদের সেই রবের,

যিনি সৃজন করেছেন পূর্ববর্তীদের এবং তোমাদের।

এভাবেই তোমরা পরিত্রাণের করতে পারো আশা,

(একমাত্র তাঁরই ওপর করো তোমরা ভরসা )।

.

মাটির শয্যা তোমাদের তরে তৈরী করলেন তিনি,

ছাদ স্বরূপ আকাশ থেকে বর্ষণ করেন পানি।

হরেক ফসল তৈরী করে যুগিয়েছেন আহার,

অন্য কাউকে প্রতিপক্ষ করোনা সেই আল্লাহর।

.

এই কিতাব আল্লাহর কিনা করো যদি সন্দেহ,

এর মতোই আর একটা সূরা তৈরী করে আনো কেহ।

সমর্থকদের ডেকে নিয়ে এসে তাদের সাহায্য চাও,

সত্যবাদী যদি হয়ে থাকো এ কাজ করে দেখাও।

.

কখনোই তোমরা এইরূপ কিছু করতে পারবেনা,

আল্লাহ তোমাদের কখনোই সহায় হবেন না।

ভয় করো তবে সেই আগুনকে যা পোড়াবে মানুষ-পাথর,

যা তৈরী হয়েছে কাফিরদের জন্য, তা পোড়াবে নিরন্তর।

.

ঈমান এনে নিজের কাজ সংশোধন যে করে,

সুসংবাদ আজ রয়েছে তাদের প্রত্যেকের তরে।

তাদের জন্য রয়েছে বাগান, রয়েছে ঝর্ণাধারা,

অফুরন্ত নিয়ামত সেথা চিরদিন পাবে তারা।

.

সেই বাগানের ফল হবে পৃথিবীর ফলের মতো,

বলবে তারা, 'এই ফলই মোদের পৃথিবীতে দেয়া হতো।'

‘পবিত্র জীবন সাথী’ সেইখানে তারা পাবে।

সব নিয়ামত ভোগ করে তারা চিরকাল সেথা র'বে।

.

[ সূরা আল বাকারাহ; আয়াত নং; ২১-২৫ ]

.

ছন্দে ছন্দে আল কুরআন -২৬

বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File