ছন্দে ছন্দে আল হাদিস-১১

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৬ আগস্ট, ২০১৩, ০৪:২৭:৫৯ বিকাল

তাওবা

***************

.

আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত আছে,

এ কথা তিনি শুনেছিলেন রাসুল এর কাছে।

মানুষ যখন ভুল পথে চলে করে সীমাহীন পাপ,

তাওবা করলে যে কোন গুনাহ আল্লাহ করেন মাফ।

.

কেউ যদি হারায় মরুতে তার উট, খাদ্য-পানীয় সহ,

তার মনের কি অবস্থা হয়; সে কথা কি জানে কেহ?

খুঁজতে খুঁজতে হয়রাণ হয়ে ঘুমায় গাছের ছায়ায়,

হঠাৎ করে সেই উট যদি সামনে দেখতে পায়।

.

লাগাম ধরে আনন্দে বলে, 'হে অন্তর্যামী,

তুমি আমার বান্দা, তোমার প্রভু আমি।'

অতিমাত্রায় খুশী হয়ে সে এইরূপ কথা বলে,

সব ফিরে পাওয়ার আনন্দে সে বিপরীত কথা বলে।

.

যখন মানুষ ভুল করে ফেলে তাওবারত রয়,

ক্ষমা করেছেন কিনা প্রভু তারে, মনে থাকে এই ভয়।

তার তাওবায় খুশী হন প্রভু ঐ লোকের চেয়ে বেশি,

খুশী হয়ে তিনি ক্ষমা করে দেন তার সব পাপরাশি।

.

অতএব তোমরা আল্লাহর নিকট করো ক্ষমা প্রার্থনা,

এই কাজে তিনি খুশী হয়ে করবেন মার্জনা।

এই হাদিস সংরক্ষিত আছে মুসলিম শরীফে,

চলো, সবাই তাওবা করে খুশি করি আল্লাহকে।

.

ছন্দে ছন্দে আল হাদিস-১০

বিষয়: বিবিধ

২২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File