ছন্দে ছন্দে আল হাদিস-১০
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০২ আগস্ট, ২০১৩, ০৪:১৭:৪১ বিকাল
(১৯)
.
রমযানের শেষ দশকে জেগে সারারাত,
রাসুলﷺ করতেন ইবাদাত।
পরিবারের সকলকে
জাগিয়ে একসাথে
কোমর বেঁধে ইবাদাতে পার করতেন রাত।
[বুখারী ও মুসলিম]
.
.
(২০)
.
কেউ যখন রাতের বেলা তার জীবন-সাথীকে ঘুম থেকে জাগায়,
দুজনে মিলে তখন তারা করে তাহাজ্জুদ আদায়।
আল্লাহ্ হন খুশী,
সাওয়াব দেন বেশি।
তাদের নাম লিপিবদ্ধ করা হয় জিকরকারীদের খাতায়।
[আবু দাউদ]
.
.
(২১)
মুমীন ব্যক্তির জান, মাল ও সন্তানের ওপর,
বিপদাপদ আসতেই থাকে একটা অন্যটার পর।
এতে তার পাপরাশি,
বারেবারে যায় খসি।
অবশেষে সে গুনাহহীন অবস্থায় সাক্ষাৎ পায় আল্লাহর।
[তিরমিযী]
.
.
ছন্দে ছন্দে আল হাদিস-৯
বিষয়: বিবিধ
১৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন