ছন্দে ছন্দে আল কুরআন -২৫
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ৩১ জুলাই, ২০১৩, ১২:৫৮:৪৫ দুপুর
সম্মানিত রজনী
********************
ক্বদরের রাতে নাযিল হয়েছে
মহান গ্রন্থ আল কুরআন,
ক্বদরের রাত কি? জানো কি তুমি?
(জানো কি এ রাতের সম্মান?)
.
হাজার মাসের চাইতেও উত্তম
ক্বদরের এই রাত,
( এই রাত অতিবাহিত করো
করে প্রভুর ইবাদাত)।
.
ফেরেশতাগণ এবং 'রূহ'
আসেন ধরায় এই রাতে,
প্রত্যেকটি কাজের হুকুম নিয়ে
তাদের রবের অনুমতিতে।
.
কল্যাণে পরিপূর্ণ এই রাতটি শান্তিময়,
যতক্ষণ পর্যন্ত না ফজরের হয় উদয়।
.
[আল ক্বদর]
.
.
ছন্দে ছন্দে আল কুরআন -২৪
বিষয়: বিবিধ
১৭৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন