ছন্দে ছন্দে আল হাদিস-৯
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৯ জুলাই, ২০১৩, ০৩:১২:০৯ দুপুর
১৬)
.
রোজা রেখেও যে ব্যক্তি মিথ্যা কথা বলে,
অথবা অন্যায় বা মন্দ পথে চলে।
খারাপ কাজ হতে
বিরত থাকেনা যে,
তার পানাহার ত্যাগে আল্লাহ্র কোন দরকার নেই আসলে।
.
[বুখারী ও মুসলিম]
.
.
১৭)
.
তোমাদের কেউ যখন রোযা পালন করে,
রোযার কথা ভুলে কিছু খায় বা পান করে।
তবে পূর্ণ করবে সে,
সম্পূর্ণ দিনের রোযাকে।
আল্লাহ্ই তাকে খাইয়েছেন এই কথাই যেন সে মনে করে।
.
[বুখারী ও মুসলিম]
.
.
১৮)
.
হে মানুষ! ব্যাপকভাবে প্রচলন কর সালামের,
এবং আহার করাও অভাবীদের।
অন্যরা ঘুমায় যখন,
তাহাজ্জুদ আদায় কর তখন।
তবে নিশ্চিন্তে অধিকারী হবে জান্নাতের।
.
[তিরমিযী]
.
.
ছন্দে ছন্দে আল হাদিস-৮
বিষয়: বিবিধ
১৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন