ছন্দে ছন্দে আল হাদিস-৮

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৫ জুলাই, ২০১৩, ০৪:২৯:৪৭ বিকাল



১৩)

.

কেউ যদি ঈমান ও আত্ম-সমালোচনার সাথে,

রামাদান মাসের সবগুলো রোযা রাখে।

আল্লাহপাক

করবেন মাফ

পূর্ব জীবনের সমস্ত গুনাহ রাশি থেকে।


[বুখারী ও মুসলিম]

.

.

১৪)

.

কোন ব্যক্তি যদি এই রামাদান মাসে,

অধীনস্থদের উপর থেকে কাজ কমায় সাওয়াবের আশে।

নিশ্চয়ই আল্লাহপাক,

তাকে দেবেন সাওয়াব।

জাহান্নামের আযাব থেকে নিস্তার পাবে সে।


[বায়হাক্বী]

.

.

১৫)

.

পশ্চিম দিক থেকে যতক্ষণ পর্যন্ত না সূর্যোদয় হয়,

আল্লাহ্‌ তাঁর ক্ষমার হাত প্রসারিত করবেন নিশ্চয়।

রাতের বেলা দিনের গুনাহগার,

দিনের বেলা রাতের গুনাহগার,

তাওবা করবে, ক্ষমা চাইবে। মার্জনা করবেন প্রভু দয়াময়


.

.

[পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া অর্থাৎ ক্বিয়ামাত সংঘটিত হওয়া।]

.

[মুসলিম]

.

.

ছন্দে ছন্দে আল হাদিস-৭

বিষয়: বিবিধ

১৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File