ছন্দে ছন্দে আল হাদিস-৭
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২২ জুলাই, ২০১৩, ০৫:৫৮:৪৫ বিকাল
(১০)
.
যে ব্যক্তি রামাদ্বান মাসে পূর্ণ ঈমান সহকারে,
সাওয়াবের আশায় রোযা পালন করে।
করেছে সে যত পাপ,
পেয়ে যাবে সব মাফ।
আগের সব গুনাহ দেয়া হবে ক্ষমা করে।
[বুখারি মুসলিম ]
.
.
(১১)
.
যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় একটি রোযা রাখে,
এই একটি দিনের বিনীময় দেন আল্লাহ্পাক তাকে।
এই দিনের পুরস্কার,
দিবেন আল্লাহ্ তার।
সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন জাহান্নামের আগুনকে।
[বুখারি মুসলিম ]
.
.
(১২)
.
মৃত ব্যক্তিকে তিনটি জিনিস করে অনুসরণ,
পরিবার, আমল ও তার মাল-ধন।
ফিরে আসে দুটি হায়
একটাই রয়ে যায়।
শুধুমাত্র আমল থাকে হয়ে তার স্বজন।
[বুখারী ও মুসলিম]
ছন্দে ছন্দে আল হাদিস-৬
বিষয়: বিবিধ
২০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন