ছন্দে ছন্দে আল হাদিস-৫

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৬ জুলাই, ২০১৩, ১২:৩৩:৪৪ দুপুর



(৭)

.

যখন আসে রমযান মাস একটি বছর পরে,

জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয় রহমতের তরে।

জাহান্নামের দরজাগুলি,

বন্ধ হয় সবগুলি।

আর শয়তানকে রাখা হয় শিকলবন্দি করে।

[বুখারি মুসলিম ]

.

(৮)

.

যখন তোমাদের কেউ রোযা পালন করে,

অশ্লীল কথা কিংবা ঝগড়া যেন না করে।

যদি কেউ তার প্রতি

দেয় গালি বা করে ঝগড়া ঝাটি।

'আমি রোজাদার' বলে যায় যেন সে সরে।

[বুখারি মুসলিম ]

.

(৯)

.

কেউ যদি আল্লাহ্‌র কাছে শাহাদাত চায়,

মারা যায় যদিও সে নিজ বিছানায়,

মর্যাদা শহীদের সমান,

দিয়ে দেন রহমান।

হাসিমুখে দুনিয়া থেকে নেয় সে বিদায়।

[ মুসলিম]

.

.

ছন্দে ছন্দে আল হাদিস-৪

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File