ছন্দে ছন্দে আল হাদিস-৩

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১২ জুলাই, ২০১৩, ০৮:৩৬:৩২ রাত

(১)

.

কোন রোজাদারকে যে করায় ইফতার,

সাওয়াব পাবে সে যেমন পাবে ঐ রোজাদার।

আল্লাহ হবেন খুশী,

দেবেন আরও বেশি,

একটুও কমবেনা ঐ রোজাদারের পুরস্কার।

[বায়হাক্বী]

.



(২)


.

যদি কোন ব্যক্তি এই রমজান মাসে,

আল্লাহ্‌র আরও নৈকট্য লাভের আশে,

একটি নফল কাজ

করে নেয় সে আজ।

ফরজের সমান সাওয়াব পাবে সে।

[বায়হাক্বী]

.

(৩)

.

সোনা যদি থাকে কারো ভর্তি এক উপত্যাকা,

দুইটির জন্য তবে সে করবে আকাঙ্ক্ষা।

মাটি ছাড়া মুখ তার,

ভরেনা কিছুতে আর,

কবুল করেন আল্লাহ করলে তাওবা।

[বুখারী ও মুসলিম]

.

.

ছন্দে ছন্দে আল হাদিস-২

আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File