ছন্দে ছন্দে আল কুরআন -২০

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৫ জুলাই, ২০১৩, ০৭:০০:৩২ সন্ধ্যা

মহা সংবাদ

****************


সেই মহা সংবাদের কথা জিজ্ঞাসা করে কোন জন?

বিদ্রূপ করে? করছে কি তারা নানামত পোষণ?

কখনই নয়! শীঘ্রই জানতে পারবে তারা,

অতি শীঘ্রই জেনে নেবে এই দিবসকে এরা।

.

যমীনকে কি আমি তৈরি করিনি শান্তির বিছানা?

পেরেকের মত পাহাড় গেঁথেছি একথা কি জাননা?

নারি-পুরুষ জোড়ায় জোড়ায় করিনি কি সৃজন?

ঘুমকে কি আমি করে দিইনি শান্তির বাহন?

.

রাতকে কি আমি করে দিইনি তোমাদের আবরণ?

দিনে কি তোমরা করছনা জীবিকার আহরণ?

তোমাদের ওপর স্থাপন করেছি মজবুত সাত আকাশ,

উজ্জ্বল ও উত্তপ্ত সূর্য করে আলোর প্রকাশ।

.

মেঘমালা থেকে দিয়েছি আমি অবিরাম বারিধারা,

শাক-সব্জি ও শস্যের বাগান তৈরি হয় যার দ্বারা।

নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে,

শিংগার ফুঁক শুনে দলে দলে আসবে আমার কাছে।

.

আকাশসমূহ খুলে দেয়া হবে, খুলবে দরজাগুলি,

পর্বতমালা চলমান হবে মরীচিকাসম ধুলি।

জাহান্নামের ফাঁদেই হবে বিদ্রোহীদের আবাস,

যুগ যুগ ধরে থাকবে সেথা, করবে সেথায় বাস।

.

গরম পানি ও 'গাসসাক' ছাড়া কোন কিছুই হেথা পাবেনা,

শীতল পানি কখনই তাদের এইখানে দেয়া হবেনা।

এটাই হল তাদের কাজের পূর্ণ প্রতিফল,

করতো না তারা হিসেব-নিকেশের আশা ( কি অবস্থা এখন বল্‌?)

.

আমার কথাকে মিথ্যা বলে করেছিল প্রত্যাখ্যান,

গুণে গুণে আমি লিখে রেখেছিলাম তার পরিসংখ্যান।

তোমাদের জন্য আযাব ছাড়া আর কিছুই বাড়াবো না,

মজা বুঝে নাও ( কঠিন শাস্তি একটুও কমাবো না। )

.

মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান,

বাগ-বাগিচা, আঙুর রবে সেথায় অফুরাণ।

চিরনবীন সম বয়স্ক সাথীগণ সেথা রবে,

উচ্ছসিত পানপাত্র ( রাশি রাশি পাবে সবে)।

.

সেইখানে তারা শুনবে না কোন বাজে ও মিথ্যা কথা,

প্রতিদান পাবে অনেক বেশি রব দেবেন তথা।

আকাশ ও পৃথিবীর সকল কিছুই পরম করুণাময়ের,

মালিক তিনি মধ্যবর্তী সকল জিনিসের।

.

সেই রবের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলবেনা,

কোন কিছু বলার তখন শক্তিই থাকবে না।

রূহ ও ফেরেশতাগণ দাঁড়াবে সারি বেঁধে,

শাফায়াত করবে সে-ই অনুমতি যে পাবে।

.

নিশ্চিতভাবেই সেইদিনটি আসবে তোমার কাছে,

রবের দিকে ফেরার পথও তোমার কাছেই আছে।

যে আযাবটি একেবারেই কাছে গিয়েছে এসে,

সতর্ক আমি করে দিলাম ( যারা আছে আজ বসে )।

.

যেদিন মানুষ স্বচক্ষে দেখবে তার আমলনামা,

তার দু’টি হাত যা পাঠিয়ে ছিল ( তা রয়েছে জমা )।

সেদিন কাফির অসহায় হয়ে বলে উঠবে, 'হায়!

যদি আমি মাটি হতাম। ( না জন্মাতাম ধরায়।)'

.

[ সূরা আন নাবা ]

.

.

ছন্দে ছন্দে আল কুরআন -১৯

সূরা আল হুমাযাহ

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File