এইতো সে দেশ (ছবি সংগ্রহ-৫)

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৩:৪৮ সন্ধ্যা



এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা,



ভেসে আসে দূর হতে ভাটিয়ালী সূর,



পাখিরা যায় ফিরে, ডানা মেলে নীড়ে,



আজান আসে ধীরে আহা মধুর।।



এখানে পাখিগুলো গান গেয়ে যায়,



এখানে নদীগুলো যায় বয়ে যায়,



নিঝুম চরাচরে, সাগর তীরে তীরে,



হৃদয় যায় উড়ে দূর-বহুদূর।।



সবুজ সমারোহে যায় ভরে প্রাণ,



হৃদয় জুড়ে ওঠে আমার প্রভূর গান,



প্রভূর সৃষ্টিতে, রহম বৃষ্টিতে,



ধরণী নিয়ামতে হলো ভরপুর।।

গীতিকার: ???

ছবি সংগ্রহ-৪

বিষয়: বিবিধ

১৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File