হাদিসে কুদসী-৩
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৮ জুন, ২০১৩, ০৯:৫৫:১৬ সকাল
৬) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেন, 'আল্লাহ তাঁর সৃষ্টির কাজ শেষ করে যখন অবসর হলেন, তখন ‘রাহেম’ (আত্নীয়তার সম্পর্ক) দাঁড়িয়ে বললো, এ জায়গাটি কি সেই ব্যক্তির জন্য যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চায়?'
তিনি (আল্লাহ) বললেন, ‘হ্যাঁ। তুমি কি একথায় সন্তুষ্ট হবে, যে তোমায় বজায় রাখবে, আমিও তার প্রতি দয়া করবো এবং যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো?'
‘রাহেম’ বলল,‘হ্যাঁ, আমি সন্তুষ্ট হব।’
আল্লাহ বললেন, 'এ জায়গাটি তোমার।'
এরপর রাসূলে আকরামﷺ (সাহাবীদের) বললেন,'যদি তোমরা (অবিচল) থাকতে চাও, তবে এই আয়াত পাঠ করো। "তবে ক্ষমতায় আরোহন করলে হয়ত তোমরা দুনিয়ায় চরম অশান্তি ও ফিতনার সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? (মূলত) এরা এমন লোক যাদের ওপর আল্লাহ লা’নত বর্ষণ করেছেন এবং তাদেরকে অন্ধ ও বধির করে দিয়েছেন। "(সূরা মুহাম্মদঃ ২২-২৩)
(বুখারী ও মুসলিম)
বুখারীর অপর এক বর্ণনায় বলা হয়েছে, মহান আল্লাহ বলেন, 'যে তোমায় বহাল রাখবে আমি তাকে অনুগ্রহ করবো আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো।'
৭) হযরত মুয়ায রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি রাসূলে আকরাম ﷺ কে বলতে শুনেছি," মহাসম্মানিত পরাক্রমশালী আল্লাহ বলেন,'আমার সন্তুষ্টির লক্ষ্যে যারা পরস্পরকে ভালোবাসে, তাদের জন্য (আখিরাতে) থাকবে নূরের মিম্বার (মঞ্চ) আর নবীগণ ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষা করবেন।'
(তিরমিযী)
৮) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, মহান আল্লাহ বলেন,' যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি আমার বান্দার ওপর যা কিছু ফরয করেছি, তার চেয়ে বেশি প্রিয় কোন জিনিস নিয়ে সে আমার নিকটবর্তী হয় না। আর আমার বান্দা সব সময় নফলের মাধ্যমে আমার কাছাকাছি আসতে থাকে। শেষ পর্যন্ত আমি তাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন সে যে কানে শুনে, আমি তার সেই কান হয়ে যাই; সে যে চোখে দেখে, আমি তার সেই চোখ হয়ে যাই। সে যে হাতে ধরে, আমি সেই হাত হয়ে যাই এবং সে যে পায়ে হাঁটে আমি তার সে পা হয়ে যাই। সে যখন আমার কাছে কিছু প্রার্থনা করে, আমি তাকে তা প্রদান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় প্রদান করি।'
(বুখারী)
৯) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন,' মহান আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন জিবরীল(আ) কে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন; কাজেই তুমিও তাকে ভালোবাস।'
তারপর জিবরীল(আ) তাকে ভালোবাসেন এবং আসমানবাসীদের মাঝে ঘোষণা করেন যে, 'আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন; কাজেই তোমরাও তাকে ভালোবাস।'
অতঃপর আসমানবাসীরা তাকে ভালোবাসে। অতঃপর দুনিয়ায় সে জনপ্রিয় হয়ে যায়।
(বুখারী ও মুসলিম)
মুসলিমের অপর একটি বর্ণনায় আছে, রাসূলে আকরাম ﷺ বলেন, আল্লাহ তা’আলা যখনই কোন বান্দাকে ভালোবাসেন, তখনই জিবরীল(আ)কে ডেকে বলেন,'আমি তো অমুক ব্যক্তিকে ভালোবাসি। সুতরাং তোমারা তাকে ভালোবাস।'
তারপর জিবরীল(আ)ও তাকে ভালোবাসেন এবং আসমানবাসীদের মাঝে ঘোষণা করতে থাকেন, 'আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাস।'
তারপর আসমানবাসীরাও তাকে ভালোবাসে এবং দুনিয়ায় সে জনপ্রিয় হয়ে যায়। আর যখন তিনি (আল্লাহ) কোন বান্দাকে ঘৃণা করেন তখন জিবরীল(আ)কে ডেকে বলেন,' আমি অমুককে ঘৃণা করি, কাজেই তুমিও তাকে ঘৃণা করো।'
তারপর জিবরীল(আ) তাকে ঘৃণা করেন এবং আসমানবাসীদের মাঝে ঘোষণা করতে থাকেন, 'আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন; সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো।'
তারপর আসমানবাসীরা তাকে ঘৃণা করতে থাকে আর দুনিয়ায়ও তাকে ঘৃণিত ও লাঞ্ছিত করা হয়।
[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং যথাক্রমে-৩১৫,৩৮২ ,৩৮৭ ও ৩৮৮ ]
.
.
হাদিসে কুদ্সী-১
হাদিসে কুদ্সী- ২
বিষয়: বিবিধ
২৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন