ছন্দে ছন্দে আল হাদিস-১

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৪ জুন, ২০১৩, ০৫:০১:৪৩ বিকাল

আরশের আশ্রয়

*********************


.

নবী করীম ﷺ এর একটি হাদিস শোন,

আবু হুরাইরাহ (রা.) বর্ণনা করেছেন সত্যি এটা জেনো।

.

সাত প্রকার ব্যক্তি পাবে আরশের ছায়ায় আশ্রয়,

সেইদিন আল্লাহ্‌র ছায়া ছাড়া অন্য কোন ছায়া নয়।

.

১) ন্যায়পরায়ণ শাসক সেদিন থাকবে আরশের তলে,

প্রজাগণে যে রেখেছিলো সদা স্নেহ-শাসনের জালে।

.

২) আরও শোন সেই যুবক সেথা থাকবে,

আল্লাহ্‌র ইবাদাতে যে জীবন পার করবে।

.

৩) মসজিদ থেকে বের হয়ে গেলেও যে ব্যক্তির অন্তর,

সর্বদা পড়ে থাকে মসজিদেরই ভিতর।

.

৪) এমন দুজন লোক যারা ভালবাসে একে অন্যকে,

আল্লাহ্‌র জন্যই বিচ্ছিন্ন হয় এবং সম্পৃক্ত থাকে।

.

৫) সেই যুবক যাকে ধনীর দুলালী মেয়ে,

আহ্বান করে, 'এসো মোর কাছে, দ্যাখ আমায় চেয়ে।'

.

'ভয় করি আমি আল্লাহ্‌কে' বলে করে প্রত্যাখান,

রূপসী নারীর এই মোহনীয় আহ্বান।

.

৬) যে ব্যক্তি করে গোপনে দান তা কেউ দেখেনা,

ডানহাত দিলো কি জিনিস বামহাতও তা জানেনা।

.

৭) নিরজনে বসে আল্লাহ্‌কে যে করে স্মরণ,

আল্লাহ্‌র ভয়ে ক্রন্দন করে সিক্ত দুই নয়ন।

.

এই সাত প্রকার লোক রবে সেদিন নির্ভয়,

আল্লাহ্‌র আরশের ছায়াতলে পাবে আশ্রয়।

.

বুখারী ও মুসলিম যৌথভাবে করেছেন সংগ্রহ,

এই হাদিসকে অস্বীকার করতে কি পারে কেহ?

.

.

[ বুখারী; ৬৬০ এবং মুসলিম; ১০৩১ ]

বিষয়: বিবিধ

১৫৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File