ছন্দে ছন্দে আল কুরআন -১৪

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৯ মে, ২০১৩, ০৪:২৩:০১ বিকাল

সবরের পুরস্কার

***********************

ঈমানদারগণ; আল্লাহ্‌র কথা শুনে রাখো তোমরা,

সাহায্য চাও রবের কাছে 'সবর' ও 'সালাত' দ্বারা।

নিশ্চয়ই তিনি 'সাবেরীণ'দের সাথেই সতত আছেন,

(যত বিপদইআসুকনা কেন তিনি সর্বদা থাকেন ) ।

.

আল্লাহ্‌র পথে যারা নিহত হয় তাদেরকে বলো না মৃত,

সেই ধারণা নেই তোমাদের, তারা আসলে জীবিত।

পরীক্ষা নেব তোমাদের আমি ভীতি-অনাহার দ্বারা,

অনেক প্রাণের ক্ষয় হবে, হবে সম্পদহারা।

.

উপার্জন ও আমদানী কমে যাবে দেখে নিও,

এ অবস্থায় তোমরা সকলে সবরের পথে র'য়ো।

মুসীবত এলে যারা বলে," নিশ্চয়ই মোরা আল্লাহর,

নিশ্চয়ই মোদের ফিরে যেতে হবে তাঁরই কাছে আবার।"

.

সুসংবাদ! তাদের তরে যারা আজ সাবেরীণ,

(কোন ক্ষতি বা কোন বিপদে সাহস হয়না বিলীন)।

রবের পক্ষ থেকে অসীম অনুগ্রহ এদের তরে আছে,

তাঁর রহমতের ছায়া থাকবে এসব সত্যানুসারীর কাছে।

.



[সূরা আল বাকারাহ; আয়াত নং ১৫৩-১৫৭]


.

বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই।

পরম করুণাময় মেহেরবান আল্লাহ্‌র নামে শুরু করছি।

আয়াতের অর্থঃ




'-হে ঈমানদারগণ! সবর ও নামাযের দ্বারা সাহায্য গ্রহণ করো, আল্লাহ‌ সবরকারীদের সাথে আছেন।

-আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না। এই ধরনের লোকেরা আসলে জীবিত। কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোন চেতনা থাকে না।

-আর নিশ্চয়ই আমরা ভীতি, অনাহার, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানী হ্রাস করে তোমাদের পরীক্ষা করবো। এ অবস্থায় যারা সবর করে

-এবং যখনই কোন বিপদ আসে বলেঃ “আমরা আল্লাহ‌র জন্য এবং আল্লাহ‌র দিকে আমাদের ফিরে যেতে হবে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও।

- তাদের রবের পক্ষ থেকে তাদের ওপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তাঁর রহমত তাদেরকে ছায়াদান করবে এবং এই ধরণের লোকরাই হয় সত্যানুসারী।'


মুত্তাকীদের গুণাবলী এখানে

বিষয়: বিবিধ

২৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File