ছন্দে ছন্দে আল কুরআন -১৩

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৫ মে, ২০১৩, ১২:৫০:০২ দুপুর

মুত্তাকীদের গুণাবলী

*********************

আলিফ লাম মীম ( এর অর্থ জানা নাই,

না জানলেও কুরআন মানতে কোন দ্বিধা নেই ভাই)।

কুরআন হল আল্লাহ্‌র কিতাব সন্দেহ নেই কোন,

হিদায়াত এটা মুত্তাকীদের সেই কথাটি মেনো।

.

মুত্তাকী হল গায়িবের প্রতি বিশ্বাস রাখে যারা,

সালাত কায়েম করে প্রভুর আনুগত্য করে তারা।

যা কিছু রিজিক দিয়েছেন রব ভোগ করেনা একা কভু,

অকাতরে ধন বিলিয়ে দিয়ে অনুগত রয় তবু।

.

কুরআনসহ সকল কিতাবে বিশ্বাস অবিচল,

শেষ দিবসের প্রতি আস্থা আছে অনড়, অটল।

এইসব গুন আছে যাদের কল্যাণ তাদের তরে,

রবের পক্ষ থেকে আছে তারা সঠিক পথের ওপরে।

.

[ সূরা আল বাকারাহ ; আয়াত নং- ১-৫ ]

.

বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই।

পরম করুণাময় মেহেরবান আল্লাহ্‌র নামে শুরু করছি।

আয়াতের অর্থঃ



১.) আলিফ লাম মীম।

২.) এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোন সন্দেহ নেই। এটি হিদায়াত সেই ‘মুত্তাকী’দের জন্য

৩.) যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামায কায়েম করে এবং যে রিযিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে।

৪.) আর যে কিতাব তোমাদের ওপর নাযিল করা হয়েছে (অর্থাৎ কুরআন) এবং তোমার আগে যেসব কিতাব নাযিল করা হয়েছিল সে সবগুলোর ওপর ঈমান আনে আর আখেরাতের ওপর একীন রাখে।

৫.) এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের ওপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যান লাভের অধিকারী।



সূরা আন নাস এখানে

বিষয়: বিবিধ

২২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File