ছন্দে ছন্দে আল কুরআন-৬

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৩ জানুয়ারি, ২০১৩, ০৭:২০:০৬ সন্ধ্যা

মানব সৃষ্টির কথা

************************


.

প্রভু করূণাময় দিলেন ঘোষণা ফেরেশতাদের ডেকে,

"পৃথিবীতে আমি খলিফা পাঠাবো, বানাবো মাটি থেকে।"

নতশীর হয়ে ফেরেশতাগন বললেন,"ওগো প্রভু!

আমরা করছি ইবাদাত তব। আরো সৃষ্টি? তবু?

.

হানাহানী ও ফ্যাসাদ সৃষ্টি করতে পারে তারা।"

রব বললেন, "আমি যা জানি, জানোনা তা তোমরা।"

অতঃপর আদমকে তিনি বানালেন মাটি নিয়ে,

নিজ রূহ্ থেকে প্রাণ সঞ্চার করলেন ফুঁ দিয়ে।

.

মহান রব শিক্ষা দিলেন আদমকে সব জ্ঞান,

সকল জ্ঞানের শিক্ষা পেয়ে পূর্ণ আদম প্রাণ।

বললেন প্রভু ফেরেশতাদের,"নামগুলি বলো দেখি।"

তারা বললো, "হে প্রভু মোদের অনেক জ্ঞান-ই বাকী।

.

আপনিই শুধু পাক পবিত্র একথা আমরা মানি,

যা দিয়েছেন শিক্ষা মোদের সেটুকুই মোরা জানি।

পরিপূর্ণ জ্ঞান সে-তো আছে আপনারই কাছে।"

বললেন রব,"হে আদম,বলো যে জ্ঞান তোমার আছে।"

.

আদম তখন প্রকাশ করলো যা কিছু সে জানে,

কোন দ্বিধা বা কোন সংকোচ ছিলোনা তাহার মনে।

বললেন প্রভু, "অবনত হও আদমের সামনে।"

অবনত হয়ে তারা সকলেই রবের হুকুম মানে।

.

ইবলিস ছিলো মহান রবের একান্ত অনূগত,

এই প্রথম সে অবাধ্য হলো করলোনা মাথা নত।

বললেন প্রভু,"ইবলিস তুই মানলিনা মোর কথা?

কেন তুই আজ অহংকারী? উদ্ধত হলো মাথা?"

.

" আগুন থেকে তৈরী আমি জ্বীন মোর পরিচয়।

মাটির আদমকে সিজদাহ্ করবো? তা কী কভু হয়?"

"বের হয়ে যা এখান থেকে বিতাড়িত শয়তান!"

বললো সে,"প্রভু ক্বিয়ামত তক্ করো মোরে আয়ু দান।"

.

"ঠিক আছে তোকে সেই দিন তক্ সময় দেয়া হলো।"

বনী আদমকে কৌশল করে বলবো,"মোর পথে চলো।

সামনে, পিছনে, ডানে, বামে আমি ওঁৎ পেতে বসে রবো,

যত পারি আমি তাদের থেকে মোর দলে টেনে নেব।"

.

বললেন রব,"জেনে রাখ্ তুই, যারা তোর পথে চলবে

জাহান্নামের আগুনে তুই সহ তারা জ্বলবে ।

আদমকে ডেকে বললেন প্রভু, "তুমি জান্নাতে রও;

তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যা মন চায় খাও।

.

এই গাছটির নিকটেও তুমি কক্ষনো যেয়োনা।

জালিমদের দলভূক্ত কভু তুমি হয়োনা।"

অভিশপ্ত শয়তান এক কূট চাল চেলে দেয়,

ধোঁকা দিয়ে তাদের দুজনকেই গাছপানে ঠেলে দেয়।

.

ভঙ্গ করে প্রভুর আদেশ লজ্জিত তারা হয়

রবের শেখানো দু'য়া পড়ে তারা তাওবাহ্ রত রয়।

বললেন রব, "শয়তান তব প্রকাশ্য দুশমন।

সীমিত সময় পৃথিবীতে উভয়ে করো বিচরণ।

.

হিদায়াত দেব যুগে যুগে আমি তব সন্তান তরে,

মেনে নেবে যে সেই সোজা পথ, তার দুঃখ রবেনা ওরে।

মানবেনা যারা মোর দেয়া বাণী, পাবে লাঞ্ছনা, অপমান।

নতশীরে যারা ঠিক পথে রবে, হবে জান্নাতে অবস্হান।"

.

[ আল বাকারাহ্ : আয়াত নং: ৩০-৩৯

আল আরাফ : আয়াত নং: ১১-২৫

আল হিজ্‌র : আয়াত নং: ২৯ ]


সুরা আল ইনশিক্বাক্ব এখানে

বিষয়: বিবিধ

১৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File