নব আলোয় আলোকিত জোছনার আলো

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৬ এপ্রিল, ২০১৩, ১০:০৬:৩৭ সকাল



জান্নাত [ জোছনার আলো ] আমাদের খুব প্রিয় একজন ব্লগার। আমাদেরকে ও অনেক সুন্দর সুন্দর লেখা উপহার দিয়েছে। লিখার মাধ্যমে ও আমাদের সবার মনে একটি স্হান করে নিয়েছে। আমাদের এই ছোট বোনটি আজ এক নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছে।

কিছুক্ষণ আগে জান্নাত আমাকে ফোন করে জানালো আজ দুপরবেলা তার আক্‌দ হবে। ও সবার কাছে দু'য়া চেয়েছে।

ব্যস্ততার জন্য ও সবাইকে জানাতে পারেনি(অথবা লজ্জাও হতে পারে )। তাই আমাকে বললো সবাইকে বলতে ওর জন্য দুয়া করতে। আসুন আমরা সবাই মিলে ওর জন্য দুয়া করি যেন ওর নতুন জীবন সুখী ও সুন্দর হয়। আমীন। Praying Praying Praying Praying Praying

বিষয়: বিবিধ

২৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File