আমার কিছু অসংলগ্ন ভাবনা............

লিখেছেন লিখেছেন বিবেকবান ১৬ জানুয়ারি, ২০১৩, ০৯:০৭:০৮ রাত

রাস্তায় এখন যে ধরনের বিজ্ঞাপণ দেওয়া হচ্ছে তা দেখলে মনে হয় আমাদের রুচিবোধ কোথায় নেমে গেছে................কিছুদিন আগে ভালোবাসার রং নামে একটি রুচিহীন ছবি সারাদেশ ব্যাপি লাগানো হয়েছিল..........আবার সাম্প্রতিক সময় গ্রামীণফোন "চলো বহুদূর" নামে নারী দেহের প্রদর্শনী করছে বিভিন্ন বিলবোর্ড ও পএিকার মাধ্যমে যা আমাদের সমাজ ব্যবস্হা সাথে য়ায় না ..........সুশীলরা কেন আজ চুপ......

মোবাইল,দুধ,এমনকি শেভিং ক্রিমেও নারীকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় শেভিং ক্রিম পুরুষের মুখে না নারীর জন্য।

আগেরকার বিজ্ঞাপনগুলো এতটাই চমৎকার ছিল যে মানুষের মুখে মুখে দিনের পর দিন ঘুরে বেড়াত।বিজ্ঞাপনে আর্ট ছিল।ছিল শালীনতা,ছিল পন্যকে যথাযথ উপস্থাপন।আর এখন বিজ্ঞাপন মানেই নারীর শরীরকে বিভিন্ন এঙ্গেল থেকে উপস্থাপন!বাচ্চারাও যৌন সুড়সুড়ি দেওয়া বিজ্ঞাপনগুলো গিলছে।

আমাদের সামাজিক ব্যবস্হায় এমন .........কোন কিছু সমদ্ধে না জেনে হাজারও অভিযোগ করা। প্রগিশীলতার কথা যারা বলেন তারাই দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাইকোট এর রায় অমান্য করে অন্যের অধিকারকে খর্ব করে । কি সেলুকাস আজব এদেশ ......

কবিতার একটি লাইন মনে পড়ে গেল

"ব্যাশ্যাকে তবু বিশ্বাস করা চলে

বুদ্বিজীবীর রক্ত স্নায়ুতে সচেতন অপরাধ"

মাঝে মাঝে আমাদের সুশীলেরা দারিদ্র্য বিমোচন করার জন্য সোনারগাঁ হোটেলে কোটি টাকা ব্যয় করে সেমিনার করে এবং করছে তখন মনে হয় আজব দেশে আজব কাজ।কোটি টাকা দারিদ্র্য বিমোচন করার জন্য ব্যয় করলেও তো কিছু মানুষের দারিদ্রতা বিমোচন হইতো।

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File