......“আগামীতে যৌনতাকেন্দ্রিক পুঁজি আহরণ বাড়বে”......

লিখেছেন লিখেছেন বিবেকবান ০৬ জুন, ২০১৬, ০২:৩৯:৩৬ দুপুর

............শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবতা বড্ড বেশী কঠিন ও সত্য...... আমরা সাংস্কৃতিকভাবে একটি ধ্বংসযোগ্যের মধ্যে দিয়ে যাচ্ছি।বাংলাদেশের একদিকে রক্ষণশীল সমাজ ব্যবস্থা আর অন্যদিকে অবাধ বিশ্বের বাঁধ ভাঙ্গা জোয়ার যার স্রোতে কোন প্রতিরোধ ছাড়াই ভেসে যাচ্ছে আবালবৃদ্ধবনিতা............

......... কয়েক দিন আগে জিয়া হল ডিবেটিং ক্লাবে বির্তকের একটা বিষয় ছিল এমন....... “আগামীতে যৌনতাকেন্দ্রিক পুঁজি আহরণ বাড়বে”......

......... আমরা শুধু মনে করি যারা গণিকাবৃত্তিতে(ব্যাশ্যালয়ে) আছে সেই গণিকারাই বুঝি শুধু তাদের যৌনতাকে পুঁজি করে আয় করে... কিন্তু এর বাইরে সৌখিন ও আধুনিক পেশা হিসাবে নানাভাবে যৌনতাকে ব্যবহার করা হচ্ছে......

• হিন্দি চলচ্চিত্র এবং গান এখন যৌনতার এক অর্পূব সমাহার।গোটা ভারতীয় উপমহাদেশে তরুণ-তরুণীদের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এই যৌনতাময় পচাগলা হিন্দি চলচ্চিত্র এবং গান।অথচ কোন সুস্থ স্বাভাবিক মানুষ এই নিকৃষ্টভাবে যৌনতার প্রর্দশনী দেখতে পারে না ।এই সব দেখার পর চোখ ছোডা দিয়ে ধুয়ে ফেললেও মনের মাঝ থেকে যৌনতার আবেশ যাবে না(মাঝে মাঝে পথ দিয়ে আসতে যা চোখে পড়ে) .........

• পত্রিকার বিনোদন পাতা আজ শুধুই মনে হয় মডেল কন্যাদের দেহ পর্দশনীর এক মহড়া আর লম্পট সাংবাদিকগুলো পত্রিকার কাটতি বাড়াতে গিয়ে এ দেশের যুব সমাজকে বিপথগামি করে দিচ্ছে এই মডেল কন্যাদের ব্যবহার করে

• শহরে প্রতিটি অলিতে গলিতে যে দিকে চোখ যায় নানা বিজ্ঞাপনে অর্ধনগ্ন মডেলদের নিদারুণ ব্যবহার।এতে ঐ অভাগীরা খুশি মডেল হয়ে আর ব্যবসায়ী খুশি তার শরীরকে ব্যবহার করে পুঁজি সংগ্রহ করতে(যেটি আসলে বাস্তবতা).........

• শিক্ষক ও গবেষক সৌমিত্র শেখর তার টিভি বিজ্ঞাপনে নারী প্রতিকৃতি গ্রন্থে ১৩১ টি বিজ্ঞাপন বিশ্লেষণ করেন।এর মধ্যেঃ

a) জেন্ডার সংবেদনশীল বিজ্ঞাপন যেখানে নারীকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে মাত্র ৪টি যা ৩.০৪%

b) জেন্ডার অসংবেদনশীল বিজ্ঞাপন যেখানে নারীকে নীতিবাচকভাবে তুলে ধরা হয়েছে প্রায় ৯২টি যা ৭০.২৩%

c) জেন্ডার নিরপেক্ষভাবে ৩৫টি যা ২৬.৭২%

• প্রথম আলো এখন বাড়তি আকর্ষণ সৃষ্টি করতে পত্রিকার উপরে প্রতিদিন সমহারে একজন বা দুজন বিভিন্ন সেক্টরে নারীদের গ্ল্যামার ছবি দিয়ে যৌনতাকে উসকে দিয়ে পত্রিকায় নতুন ডাইমেনসন আনার চেষ্টায় ব্যস্ত......

• অনলাইন পোর্টালগুলো তো সকল স্ক্যান্ডেলের খবর রাখে যাতে সময় মত দিয়ে পত্রিকায় ভিউ(view)সংখ্যা বাড়ানো যায় অথচ কত শত যুবক এদের এই বাজে নিউজ পড়ে আরো বেশী বাজে সাইডে ঘুরে আসছে............

• মুসলিম স্পোকেন এর মতে আজ বিশ্বের প্রতি ১০ জন যুবকের মধ্যে ৭ জন পর্ণগ্রাফি দেখেছে এবং ৭৫ মিলিয়ন নানাভাবে আসক্ত.........

• গবেষনায় এবং তথ্য থেকে জানে গেছে আজ এই সর্বগ্রাসী পর্ণ যে বানিজ্য তার আয় ই-বাই,গুগল,আমাজানসহ সবগুলো থেকে বেশী।আর এর ফলে নারী পাচার,শিশু পাচার,জোর করে গণিকাবৃত্তি অনেক বেড়ে গেছে.........

• উপন্যাস,গল্পগুলো আজ নারীকে কেন্দ্র করে নানা যৌনতার রসালো কাহিনী তৈরি করে সস্তা দরে বাজারে তরুণদের কাছে তুলে দিচ্ছে.........

• যেহেতু বই কিনার অভ্যাস আছে মাঝে মাঝে দেখি বিক্রি বাড়ানোর জন্য এই সকল প্রকাশকরা ভারতীয় সাহিত্যিকদের প্রেম,শরীর বিষয়ক উপন্যাস ও রচনাবলীর সমাহার নিয়ে বসে আছে আর অবুঝ জাতি গ্রোগাসে তা গিলছে...

• অতীতে নারীকে দাসী হিসেবে গণ্য করা হতো,পুড়িয়ে মারা হতো আর এখন নারী স্বাধীনতা,নারীর ক্ষমতায়ন নানা নাম দিয়ে নারীকে আধুনিক যৌনবাদিরা তাদের ব্যবসায়ের অন্যতম পুঁজি হিসেবে ব্যবহার করছে। আর সস্তা খ্যাতির মোহ পড়ে অনেক মাথা আছে কিন্তু মস্তিষ্কহীন নারী ও তাদের পরিবার এদের সহজ শিকারে পরিণত হচ্ছে......

............... বর্তমানে আমরা শুধু একটি Sextual নয় বরং Hyper- Sextual যুগে বাস করছি।আজ আমাদের জনসংখ্যার প্রায় ৬০% হচ্ছে তরুণ-তরুণী অথচ তারা নানাভাবে এই সাংস্কৃতিক আগ্রাসনে আজ প্রায় দিশেহারা।

............ আগে দেশ দখল করে শাসন করতো আজ নতুন ভাবে মানুষের মন মগজ ব্যবহার করে শাসন চলছে। রাজনৈতিক বা সামরিক পরাজয়ের চেয়ে ভয়াবহ পরাজয় হচ্ছে সভ্যতা,সংস্কৃতি ও দর্শনের কাছে পরাজয়।আর আজ আমরা বুঝে বা না বুঝে সেই পাতাফাঁদে পা দিয়ে ভেতর থেকে মরে যাচ্ছি......

“দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,

ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!!”

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371170
০৬ জুন ২০১৬ দুপুর ০২:৫৬
হতভাগা লিখেছেন : এটা পৃথিবীর আদিমতম পেশা । এই পেশার আধুনিকীকরণের মাধ্যমে দেশ আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবে ।

আমাদের কাছের দেশ থাইল্যান্ড এক্ষেত্রে মডেল হিসেবে আসতে পারে।
০৬ জুন ২০১৬ দুপুর ০৩:০৫
307989
বিবেকবান লিখেছেন : ভাইয়া ব্যাশ্যার আধুনিক ভার্সনের কথা বলছি
০৬ জুন ২০১৬ দুপুর ০৩:১৮
307993
হতভাগা লিখেছেন : কোন এক প্যাকেজ নাটকে দেখেছি এসব আপক্লাসের মেয়েরা নাকি ৪০/৫০ হাজার টাকা / পারসন করে নেয় ।

বিষয়গুলো এখনও ব্যক্তিগত / স্বল্পজোটবদ্ধভাবে বিছিন্ন আকারে আছে । এটাকে যদি সরকারী / বেসরকারী পৃষ্ঠ পোষকতায় আনা যেত তাহলে পর্যটন খাতেও দেশ লাভবান হতে পারতো ।

শোনা যায় বিপিএল ১ এ নাকি কোন এক লাক্স সুন্দরী ওয়েস্ট ইন্ডিয়ান এক কাল্লুর কাছ থেকে ভালই খসিয়ে ছিল ।

শাহরুখ যখন এসেছিলেন তখন রানী ও ইশাকে নিয়ে এসে দারুন বাজিমাত করে গেছেন । পার পারসন ১৬/৮ লাখ করে নিয়েছেন উনারা ।

আমাদের দেশে কি এরকম প্রতিভা নেই ?
371183
০৬ জুন ২০১৬ বিকাল ০৪:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সচেতনতামুলক পোষ্টটির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File