সম্পদের অসম বন্টনঃঅভাব নয় সমস্যা স্বভাবের
লিখেছেন লিখেছেন বিবেকবান ১২ এপ্রিল, ২০১৬, ১২:০৫:৫৪ রাত
......... আমাদের এই বিশ্বে ৮৫ জনের যে সম্পদ আছে সেটা বাকি ৩৫০কোটি মানুষের সমান।
............ ল্যাটিন আমেরিকায় ৩২ জন = ২৯৪ মিলিয়ন মানুষের সম্পদ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৩=১৭৩ মিলিয়ন,ইউরোপীয় ইউনিয়নে ৪৮ জন=৩৭১ মিলিয়ন
……………………….. বিশ্বের অন্যতম ধনী কার্লোস স্লিমের যে সম্পদ(৬৮০০ কোটি ডলার) আছে সেখান থেকে যদি প্রতিদিন ১ মিলিয়ন ডলার ব্যয় করা হয় তবে শেষ হতে ২১১ বছর লাগবে...... তিনি এখন তিন নম্বর ধনী এখন চিন্তা করেন বিল গেটসের কথা যার সম্পদের পরিমাণ ৭ হাজার কোটি ডলার......
............ ভারতের অন্যতম ধনী কুবের মুকেশ আম্বানি যার সম্পদের পরিমাণ ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার।মুকেশের ঘরনীর সকালের এক কাপ চায়ের দাম ৩ লক্ষ টাকা।৯ বছর আগে নিজের জন্মদিনে পেয়েছিলেন ৬০ লক্ষ মার্কিন ডলারের এয়ারবাস।তাই বুঝি বলে যার যত আয় তার ততো ব্যয়.........
............... অথচ সারা বিশ্বে ৫ জনের মধ্যে ১ জন প্রতিদিন ১ ডলারের নিচেই আয় করে এবং চরম দারিদ্রসীমার নিচে বাস করে.........
.................. গত ৭ বছরে সরকারি হিসাবে আমাদের দেশে লুটপাট হয়েছে মাত্র ৩০০ বিলিয়ন টাকা বা ৩০০০০ কোটি টাকা।Global financial integrity (GFI) এর গবেষণায় দেখা গেছে গত ১০ বছরে ৫৫৮৭ কোটি মার্কিন ডলার বা ৪৪১৪২৪ কোটি প্রায় ২টি বাজেট(বাজেট ছিল ২৯৫১০০ কোটি) হাওয়াই উড়িয়ে আমাদের প্রিয় মানুষগুলো বিদেশে পাচার করেছেন।
...... অন্যদিকে আমাদের শ্রমিকরা তাদের রক্ত ও ঘামের বিনিময়ে বছরে প্রায় ২৬.২৫ বিলিয়ন মার্কিন ডলার এবং আমাদের নারী গার্মেন্ট শ্রমিকরা ১৫.৩ কোটি মার্কিন ডলার আয়ে সাহায়্য করেছে.........
……………. ১০ফেব্রুয়ারি ২০০১ অর্থনীতি সমিতির সাধরণ সম্পাদক আবুল বারাকাত বলেনঃ
“গত তিন দশক বাংলাদেশ সরকারিভাবে ঋণ অনুদান হিসেবে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকার বৈদেশিক সাহায্য এসেছে।এর ৭৫% নানাভাবে লুট হয়েছে।সেই ৭৫% এর মধ্যে ২৫% বিদেশে কনসালট্যান্সির নামে,৩০% আমলা,রাজনীতিবিদ ,কমিশন এজেন্ট,স্থানীয় পরামর্শক ও ঠিকাদার এবং ২০% গ্রাম ও শহরের উচ্চবিত্তদের সাহায্যে ব্যয়িত হয়েছে।”
বইঃ বিষয় ইতিহাস - মুহাম্মদ হাবিবুর রহমান
……………...সম্পদ সীমিত অভাব অসীম একটা ডাহা মিথ্যা কথা।প্রকৃত সমস্যা সম্পদ বন্টন ও সুষ্ঠু ব্যবহারের। অভাব নয় বরং সমস্যা আমাদের স্বভাবের।ভোগবাদ,বৈধ এবং অবৈধতার সীমারেখা না থাকা,সম্পদের সুষম বণ্টন না হওয়া,ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীন স্বাধীনতা পাশাপাশি নৈতিকতার কোন বালায় তো নাই......
বিষয়: বিবিধ
১৯১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একমাত্র ইসলামই পারে এ কৃত্রিম অভাব দূর করতে৷ জানতে ইচ্ছে করে ৭১ এর পূর্বে ছিল ২২ পরিবার আর এখন হয়েছে কত পরিবার? ২২ পরিবার অন্যকে আহার দেবার পর সম্পদের মালিক ছিল৷ আর এখন অন্যের মুখের গ্রাস কেড়ে ধনকূবের বনেছে৷ ছোটমুখে বড় কথা বেরিয়ে গেল৷
মন্তব্য করতে লগইন করুন