আমাদের সমাজের প্যারাডক্স............
লিখেছেন লিখেছেন বিবেকবান ০৪ মার্চ, ২০১৬, ০৯:০৫:৪০ রাত
……………. পত্রিকায় যখন আসে কোন এক নিভৃত পল্লীর খেটে খাওয়া কৃষকের ছেলে বা নিত্যদিন রিকসা চালানো চালকের মেয়ের দুঃখময় সংগ্রামী জীবন কাহিনী এবং গৌরবময় অর্জন তখন তার সেই ট্যাজিক কাহিনী শুনে আমাদের ভদ্র সমাজের মানুষগুলো টিস্যু বক্সের সকল টিস্যু আবেগে কান্দে ভিজিয়ে ফেলে।চারিদিকে রব উঠে আহা কি অর্জন,কি অর্জন।পত্রিকায় ছবি আসে,দেশের আনাচে কানাচে আলোচনা ঝড় উঠে,প্রশংসার বাণী বর্ষিত হতে থাকে চারি দিকে.........
............... আবার সেই একই ছেলে বা মেয়ে যখন কলেজ, বিশ্ববিদ্যালয়ে বা কোন তথাকথিত অভিজাত এলাকায় তাদের পাশে বসে পরিচয় দেয় যে আমিই সেই সংগ্রামী ছেলে বা মেয়ে যার বাবা কৃষক বা রিকসা চালক তখন সেই একই ভদ্র সমাজের মানুষেরা টিস্যু দিয়ে নাক চেপে ধরে বলে ছি কৃষকের ছেলে,রিকসা চালকের মেয়ে।হাও কাম, কিভাবে সম্ভব তোমার সাথে উঠা বসা করা।গায়ে ঘামের গন্ধ না থাকলেও তখন ঘামের গন্ধ যেন নাকে লাগে।অর্জনের কাহিনী তখন বর্জনের খাতায় চলে যায়।
..................এ সমাজে আমাদের মগজ আছে তবে মগজের বিশাল অংশ জুড়ে পচনও আছে।তাইতো প্রতিনিয়তই অভিনয় চলে ভদ্র থাকার,অভিনয় চলে সাম্যের দিবা স্বপ্ন দেখার।চাকুরি নামক পরাধীন পেশার মানুষ হয়েও এরা তখন খেটে খাওয়া মানুষকে মানুষ মনে করে না।মিথ্যা আভিজাত্যের বেড়াজালে বন্দি আমাদের এ সমাজ।এখানে মানুষ পাওয়া যায় কিন্তু মানবিকতা পাওয়া যায় কদাচিৎ।এখানে ডিগ্রিধারী পাওয়া যায় কিন্তু বিনয়ী মানবিক সম্পন্ন মানুষ খুঁজে পেতে অন্ধকারে হ্যারিকেন ধরিয়ে খুঁজতে হয়।চারিদিকে আলো সমাহার কিন্তু আলোকিত মানুষ খুঁজে পাওয়া বড্ড বেশী দায়......
............... আমরা যতই মানবিক হওয়ার অভিনয় করি না কেন আমরা ততটা মানবিক নয় কারণ আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের সেটা হতে দেয় না।কারণ এ যে জন মেকলেদের চাকর সৃষ্টি করা শিক্ষা ব্যবস্থা।এ শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা দেয় কিভাবে শাসকের পা চেটে সমাজের শাসিতদের গলায় পা দিয়ে পিষে মেরে সম্মান অর্জন করতে হয়।এ সমাজে স্বাধীন নয় পরাধীন মানুষের জয়জয়াকার। তাইতো এ সমাজে খেটে খাওয়া মানুষের কোন সম্মান নেই,সম্মান আছে শুধু অফিস ও আদালত ও সুদের সায়রে ভাষা নব্য প্রতিষ্ঠিত নানা পাড়ার মানুষের।আমরা মানুষ হলেও মানবিকতার শিক্ষার প্রয়োজন......আর সময়ের সাথে সাথে সেটা আসবে.........
বিষয়: বিবিধ
১৫০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাস্তবতার পথে এগিয়ে যেতে হবে কাছের মানুষ গুলোকে দেখতে হবে, মানবতার হাত বাড়াতে হবে।
আপনার লেখা খুবই সুন্দর গোছানো হয়েছে, ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন